ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে আইবির সতর্কতা, লালকেল্লায় নিরাপত্তা জোরদার
https://parstoday.ir/bn/news/india-i82243-ভারতে_স্বাধীনতা_দিবস_উপলক্ষে_আইবির_সতর্কতা_লালকেল্লায়_নিরাপত্তা_জোরদার
ভারতে আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি সতর্কতা জারি করেছে। আজ (বৃহস্পতিবার) হিন্দি টিভি চ্যানেল ‘আজতক’-এর ওয়েবসাইটে প্রকাশ, সতর্কবার্তায় বলা হয়েছে যুক্তরাষ্ট্রে বাসরত শিখ ফর জাস্টিসের অন্যতম পরামর্শদাতা গুরুবতপন্ত সিং পান্নু ১৪, ১৫ ও ১ ৬ আগস্ট লাল কেল্লায় খালিস্তানি পতাকা উত্তোলনকারী শিখের জন্য ১ লাখ ২৫ হাজার ডলার অনুদানের ঘোষণা দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৩, ২০২০ ২০:৩৪ Asia/Dhaka
  • দিল্লির লালকেল্লায় নিরাপত্তা জোরদার করা হয়েছে
    দিল্লির লালকেল্লায় নিরাপত্তা জোরদার করা হয়েছে

ভারতে আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি সতর্কতা জারি করেছে। আজ (বৃহস্পতিবার) হিন্দি টিভি চ্যানেল ‘আজতক’-এর ওয়েবসাইটে প্রকাশ, সতর্কবার্তায় বলা হয়েছে যুক্তরাষ্ট্রে বাসরত শিখ ফর জাস্টিসের অন্যতম পরামর্শদাতা গুরুবতপন্ত সিং পান্নু ১৪, ১৫ ও ১ ৬ আগস্ট লাল কেল্লায় খালিস্তানি পতাকা উত্তোলনকারী শিখের জন্য ১ লাখ ২৫ হাজার ডলার অনুদানের ঘোষণা দিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। কিন্তু তার আগে এধরণের ভিডিও বার্তা প্রকাশ্যে আসায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।

‘আজতক’ জানিয়েছে খালিস্তানি সন্ত্রাসী সংগঠন শিখ ফর জাস্টিসের সন্ত্রাসী গুরুবতপন্ত সিং পান্নু’র একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সম্প্রতি, ভারত  সরকার কর্তৃক গুরুবতপন্ত সিং পান্নুকে সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করা হয়েছে। গুরুন্তপন্ত সিং পান্নু’র পক্ষ থেকে গণভোট ২০২০-র প্রচারও চালানো হচ্ছে। এসংক্রান্ত ভিডিও প্রকাশ পাওয়ার পরে গোয়ান্দা এজেন্সিগুলো সতর্ক অবস্থায় রয়েছে। ওই ইস্যুতে দিল্লি, পাঞ্জাব ও হরিয়ানার বাসিন্দাদের কাছে একনাগাড়ে গুরুন্তপন্ত সিং পান্নু’র স্বয়ংক্রিয় কল আসায় বিষয়টি নিয়ে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ তদন্ত করছে।

হিন্দি টিভি চ্যানেল ‘আজতক’-এর ওয়েবসাইটে আরও বলা হয়েছে, সম্প্রতি এক ভিডিও বার্তায় গুরুবতপন্ত সিং পান্নু’র পক্ষ থেকে দিল্লিকে খালিস্তান বানানোর কথা বলা হয়েছে। ১৫ আগস্ট লালকেল্লায় পতাকা উত্তোলন সংক্রান্ত ভিডিও প্রকাশ্যে আসায় লালকেল্লার আশেপাশে গোয়েন্দা এজেন্সিগুলো সক্রিয় আছে। আইবির সতর্কতার পরে লালকেল্লার আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে লালকেল্লায় কমপক্ষে ৪ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে। সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনীর প্রতিরক্ষা কর্মীরা লালকেল্লায় মার্চ করবেন।

এর আগে, পুলিশ জানিয়েছিল, লালকেল্লার আশেপাশে একটি বহুস্তরীয় নিরাপত্তা  বলয়ে এনএসজি স্নাইপার্স, সোয়াট কমান্ডো ইত্যাদি মোতায়েন থাকবে।

প্রভাতখবর ডটকম আজ জানিয়েছে, ভারতের পাঞ্জাব পুলিশ  গত ২ জুলাই, খালিস্তান সমর্থক নিষিদ্ধ সংগঠন শিখ ফর জাস্টিসের সদস্য গুরুবতপন্ত সিং পান্নুর বিরুদ্ধে দেশদ্রোহ ও বিচ্ছিন্নতাবাদের দুটি পৃথক মামলা দায়ের করেছে।  বেআইনী কর্মকাণ্ড (প্রতিরোধ) আইনের বিধি অনুযায়ী কেন্দ্রীয় সরকার কর্তৃক সন্ত্রাসী ঘোষিত নয় জন ব্যক্তির মধ্যে গুরুবতপন্ত সিং পান্নুও রয়েছে।#

 

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার /১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।