স্ন্যাপব্যাক খেলায় ইউরোপীয় ত্রয়ী জিতবে না: আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i152360-স্ন্যাপব্যাক_খেলায়_ইউরোপীয়_ত্রয়ী_জিতবে_না_আরাকচি
পার্সটুডে-ইরানের ইসলামী প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জেসিপিওএ-র সদস্য তিন ইউরোপীয় দেশের (ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানি) স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করার পদক্ষেপকে বে-আইনি এবং রাজনৈতিক বৈধতাহীন বলে মনে করেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১৭:২৮ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে-ইরানের ইসলামী প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জেসিপিওএ-র সদস্য তিন ইউরোপীয় দেশের (ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানি) স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করার পদক্ষেপকে বে-আইনি এবং রাজনৈতিক বৈধতাহীন বলে মনে করেন।

পার্সটুডে আরও জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি ইন্দোনেশিয়ার সংবাদপত্র "জাকার্তা পোস্ট"-এ প্রকাশিত এক নোটে, স্ন্যাপব্যাক সক্রিয় করার জন্য তিন ইউরোপীয় দেশের পদক্ষেপের নিন্দা জানিয়ে লিখেছেন: "এই খেলা শুরু করে, ইউরোপীয় ত্রয়ী ইউরোপের আন্তর্জাতিক খ্যাতি এবং মর্যাদার জন্য অনেক নেতিবাচক পরিণতি ডেকে এনেছে। এই খেলায়, তিন ইউরোপীয় দেশ কেবল যে মাঠে জয়লাভ করতেই পারবে না, তা নয় বরং ভবিষ্যতের কূটনৈতিক প্রক্রিয়া থেকেও বাদ পড়বে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিন ইউরোপীয় দেশের এই পদক্ষেপকে ইউরোপের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা এবং ২০১৫ সালের পারমাণবিক চুক্তির জন্য একটি গুরুতর হুমকি বলে মনে করেন। আরাকচি আরও বলেন: যেসব দেশ তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে তারা এমন কোনো চুক্তি থেকে উপকৃত হতে পারে না যা তারা ক্ষুণ্ন করেছে।" আরাকচি জোর দিয়ে বলেন যে ইরান কখনই তার সার্বভৌমত্ব, অধিকার এবং নিরাপত্তার সাথে আপোষ করবে না। তিনি আরও বলেন: যদি প্রত্যাহার করা নিষেধাজ্ঞাগুলো ফিরে আসে, তাহলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে ইরানের সহযোগিতা শেষ বলে মনে করতে হবে।#

পার্সটুডে/এনএম/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।