কথাবার্তা: লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে তিনটি নতুন রানওয়ে তৈরি করেছে চীন
(last modified Sun, 06 Sep 2020 10:26:36 GMT )
সেপ্টেম্বর ০৬, ২০২০ ১৬:২৬ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ৬ সেপ্টেম্বর রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশের শিরোনাম:

  • নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ-মৃত্যু বেড়ে ২৪ ‘৫০হাজার টাকা ঘুষ চেয়েছিল তিতাস’-দৈনিক ইত্তেফাক
  • জাপান এশিয়ার সবচেয়ে বড় বিনিয়োগ করবে বাংলাদেশে-প্রথম আলো
  • জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু-দৈনিক সমকাল
  • দিনাজপুরে ইউএনও’র হামলা-আরো ৩ যুবক আটক-মানবজমিন
  • মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা-দৈনিক যুগান্তর
  • যুবলীগের নেতারা কি চোর-প্রশ্ন মান্নার-যুগান্তর
  • ক্লিনিক্যাল ট্রায়াল শেষ না করে বাজারে করোনার টিকা নয়, জানাল ৩ মার্কিন কোম্পানি-বাংলাদেশ প্রতিদিন
  • সীমান্তে বিসএফের গুলিতে বাংলাদেশি নিহত-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে তিনটি নতুন রানওয়ে তৈরি করেছে চীন-আনন্দবাজার পত্রিকা
  • রেকর্ড গড়ে দেশে একদিনে করোনার কবলে ৯০ হাজার! মৃতের সংখ্যা পেরল ৭০ হাজার
  • রাহুলই কি ফের কংগ্রেস সভাপতি হচ্ছেন? সোনিয়ার কাছে নিশ্চয়তা চাইছেন বিক্ষুব্ধরা-দৈনিক সংবাদ প্রতিদিন
  • গরু বাঁচাতে গিয়ে কনভয়ে ধাক্কা প্রাণরক্ষা চন্দ্রবাবু নাইডুর-দৈনিক আজকাল

শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

বিশ্ব করোনা পরিস্থিতি

করোনার সর্বশেষ খবর: ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা-৮ লাখ ৮৩ হাজার ছাড়াল। আক্রান্ত ২ কোটি ৭০ লাখ ৬৯ হাজার ৯৮৩ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৯১ লাখ। ভারতের প্রায় সব পত্রিকায় লেখা হয়েছে,করোনা সংক্রমণে একদিনে বিশ্বরেকর্ড করে ফেলল ভারত। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে প্রায় ৯০হাজার ৬৩২ জন,এ সময় মারা গেছেন  জন ১০৬৫ জন, মোট মৃত্যু-৭০৬২৬ হাজার। আর মোট আক্রান্ত প্রায় ৪১ লাখ ১৩,৮১১। ভারতে একদিনে সর্বোচ্চ পরীক্ষার দিনে আক্রান্তে বিশ্বরেকর্ড গড়। আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে,বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে করোনার প্রতিষেধক হাতে আসার কোনো সম্ভবনা নেই।কিন্তু প্রতিদিন ভারতে যেভাবে হু হু করে বেড়ে চলেছে করোনা তাতে কতদিন পর্যন্ত এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া সম্ভব হবে তা নিয়ে আশঙ্কার মেঘ জমা হচ্ছে চিকিৎসকমহলে। 

সুশাসন ও সঠিক ব্যবস্থাপনার অভাবে এ ধরনের অগ্নিকাণ্ড-ডা.জাফরুল্লাহ-দৈনিক প্রথম আলো’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশে সুশাসন ও সঠিক ব্যবস্থাপনার অভাবে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আজ রোববার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের দেখতে এসে তিনি একথা বলেন তিনি।এ বিষয়টি সঠিকভাবে দেখভাল করতে হবে। তিনি বলেন সব হাসপাতালে পোড়া রোগীদের চিকিৎসা থাকতে হবে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত  ২৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন দগ্ধদের সার্বক্ষণিক খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী। আরা প্রথম আলোর খবরে লেখা হয়েছে, মসজিদে বিস্ফোরণ অবহেলায় মৃত্যুর অভিযোগ এনে পুলিশ হত্যা মামলা করেছে।

নভেম্বরেও স্কুল খোলা না গেলে অটোপাস: প্রাথমিক ও গণশিক্ষা সচিব-দৈনিক মানবজমিনের এখবরে লেখা হয়েছে,

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন

স্কুল খোলা না গেলে পরীক্ষা ও মূল্যায়ন করাও সম্ভব হবে না। তখন অটোপাস ছাড়া উপায় থাকবে না। পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন। তিনি আরো বলেন, করোনার মধ্যে কবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হবে তা অনিশ্চিত। তবে অক্টোবর ও নভেম্বরে স্কুল খোলা যেতে পারে। সেটির প্রস্তুতি নিয়ে দুটি সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করে চূড়ান্ত করা হয়েছে। যে মাসে স্কুল খোলা যাবে সেই সিলেবাসের আলোকে মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে শিক্ষার্থীদের উন্নীত করা হবে। আজ রোববার সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনের প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন এ তথ্য জানান।

যুক্তরাষ্ট্রে ইসলামোফোবিয়া ও মুসলিমরা বলির পাঁঠা-বাইডেন টানা তিনবার বললেন, প্রেসিডেন্ট হলে মুসলিমদের পাশে থাকবো-দৈনিক মানবজমনি

জো বাইডেন

জো বাইডেন ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকার (আইএসএনএ) ৫৭ তম বার্ষিক সম্মেলনে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বক্তব্য দিয়ে ইতিহাস রচনা করেছেন।'মুসলিম আমেরিকান ভয়েসেস ম্যাটার' উল্লেখ করে জো বাইডেন তিনবার বলেন 'আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মুসলিমদের পাশে থাকবো'।

আজ আইএসএনএ-র অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে এক টুইটে বাইডেনের বক্তব্যসহ ভিডিও পোস্ট করে এ তথ্য জানানো হয়েছে। বাইডেন জানান, প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম দিনই সুনির্দিষ্ট মুসলিম দেশগুলোর উপর অভিবাসনে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন। মুসলিম আমেরিকানরা তার প্রশাসনের "প্রতিটি স্তরের" অংশীদার হবেন। এর আগেও বাইডেন ভারতকে কাশ্মীরিদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে বলেছিলেন। বাইডেন মুসলিম সম্প্রদায় সম্পর্কে 'ইসলামোফোবিয়া' ও মুসলিমদের 'বলির পাঁঠা হওয়া'র বিষয়েও কথা বলেছেন। আইএসএনএ-তে বাইডেনের উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতিতে মুসলিম-আমেরিকানদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে মনে করা হচ্ছে।

ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

দৈনিক আনন্দবাজার পত্রিকার খবর- লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে তিনটি নতুন রানওয়ে তৈরি করেছে চীন।

লাদাখ পরিস্থিতি অপরিবর্তিত

বিস্তারিত খবরে লেখা হয়েছে, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে চিন অন্তত তিনটি নতুন রানওয়ে তৈরি করছে বলে সামরিক সূত্রে খবর। অন্য দিকে ভারতীয় সেনা উত্তর ভারতের বিভিন্ন এলাকা থেকে আরও কমান্ডো বাহিনী লাদাখে পাঠাচ্ছে বলেও জানিয়েছেন নামপ্রকাশে অনিচ্ছুক এক সেনা অফিসার।

সেনা সূত্রে খবর, চিনের হোটান বায়ুসেনা ঘাঁটির কাছে অন্তত তিনটি রানওয়ে তৈরি করা হচ্ছে। সেখানে একটি বড় অস্ত্রশস্ত্রের ঘাঁটিও তৈরি করছে চিনা সেনা। কারাকোরাম গিরিপথ থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত হোটান ঘাঁটি। সেখান থেকে লাদাখের প্যাংগং সো-র ফিঙ্গার ফোর এলাকার দূরত্ব ৩০০ কিলোমিটার।

লাদাখ

এক সেনা অফিসারের কথায়, ‘‘চিনের সঙ্গে সেনার ব্রিগেডিয়ার স্তরে আলোচনা প্রায় ব্যর্থ। চিনা সেনা দখল করা এলাকা ছাড়তে রাজি নয়। বরং গত সপ্তাহে আমরা যে এলাকা দখল করেছি তা ছেড়ে যেতে আমাদের চাপ দিচ্ছে চিন। আমাদের ধারণা, আলোচনার আড়ালে চিন আসলে দ্রুত নির্মাণকার্য চালাচ্ছে।’’সেনা সূত্রের খবর, উত্তর ভারতের বিভিন্ন এলাকা থেকে কমান্ডো বাহিনীর চারটি ইউনিট লাদাখে পাঠাচ্ছে ভারতীয় সেনা। তাদের মধ্যে প্যারা কমান্ডোর ইউনিটও রয়েছে।লাদাখের রাজনীতিক সাজ্জাদ হুসেন কার্গিলের মতে, ‘‘কোভিড আর সীমান্তে উত্তেজনার ফলে দু’মুখো চাপে পড়েছেন লাদাখবাসী। প্রতিদিনই সীমান্তে নতুন উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। নয়াদিল্লির উচিত কূটনৈতিক পথে দ্রুত উত্তেজনা কমানোর চেষ্টা করা।’’

‘কংগ্রেসের ঘাড়ে বন্দুক রেখে গুলি চালাচ্ছে চিন’, রাহুলকে তীব্র আক্রমণ বিজেপির-সংবাদ প্রতিদিন

লাদাখ ইস্যুতে একেবারে শুরু থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে চলেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। একাধিকবার লাদাখ সীমান্তে সমস্যার জন্য কেন্দ্রের ভ্রান্ত নীতিকে কাঠগড়ায় তুলেছেন তিনি। এবার রাহুলের সেই মন্তব্যকে হাতিয়ার করে আন্তর্জাতিক ফোরামে ভারত সরকারকে বিঁধতে প্রস্তুত চিন। সেদেশের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের (Global times) এক প্রতিবেদনে সেই ইঙ্গিতও মিলেছে। আর তারপরই রাহুলের বিরুদ্ধে খড়গহস্ত বিজেপি। তাঁদের অভিযোগ, পাকিস্তান হোক, জঙ্গিরা হোক বা চিন হোক। যে কোনও ভারত বিরোধী শক্তির কাছেই রাহুল গান্ধী প্রিয় মানুষ।

করোনার টিকা কুক্ষিগত করলে বিপদ বাড়বে’, ধনী দেশগুলিকে হুঁশিয়ারি WHO’র-দৈনিক সংবাদ প্রতিদিন/গণশক্তি

 করোনা আটকাতে দেশজুড়ে লকডাউন কোনও কাজের কথা নয়। তাই জোন ভেদে কড়া হাতে লকডাউন রেখে করোনাকে রোখার কথা বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। WHO’র ডিরেক্টর জেনারেল বলছেন, করোনা রুখতে লকডাউনের অস্ত্র ভোঁতা হয়ে গিয়েছে। এবং বহু দেশ এই মুহূর্তে তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকাকে টার্গেট করছে, এটা অনেকটাই উপযোগী পদক্ষেপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তা বলছেন, এখনই সব দেশের করোনার টিকা বিতরণের জন্য পরিকল্পনা তৈরিতে মন দেওয়া উচিত। যাতে কোনও দেশ টিকা তৈরি করতে পারলে সহজেই সেটা গোটা বিশ্বের মানুষ পেতে পারেন। নাহলে টিকা তৈরিতে এত বিপুল অর্থ খরচের কোনও মানে হয় না।বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক আগেই বলেছে, করোনা (CoronaVirus) মোকাবিলায় ভ্যাকসিন সমহারে বণ্টন হওয়াটা খুব জরুরি।

কংগ্রেসের ঘাড়ে বন্দুক রেখে গুলি চালাচ্ছে চীন’, রাহুলকে তীব্র আক্রমণ বিজেপির-দৈনিক সংবাদ প্রতিদিন

লাদাখ ইস্যুতে একেবারে শুরু থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে চলেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। একাধিকবার লাদাখ সীমান্তে সমস্যার জন্য কেন্দ্রের ভ্রান্ত নীতিকে কাঠগড়ায় তুলেছেন তিনি। এবার রাহুলের সেই মন্তব্যকে হাতিয়ার করে আন্তর্জাতিক ফোরামে ভারত সরকারকে বিঁধতে প্রস্তুত চিন। সেদেশের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের (Global times) এক প্রতিবেদনে সেই ইঙ্গিতও মিলেছে। আর তারপরই রাহুলের বিরুদ্ধে খড়গহস্ত বিজেপি। তাঁদের অভিযোগ, পাকিস্তান হোক, জঙ্গিরা হোক বা চিন হোক। যে কোনও ভারত বিরোধী শক্তির কাছেই রাহুল গান্ধী প্রিয় মানুষ।

সদ্যই চিনের সরকারি সংবাদমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যাতে বলা হয়েছে,”চিনের সঙ্গে সীমান্ত সমস্যার জন্য দেশের অন্দরে অত্যন্ত চাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারের ঝুঁকিপূর্ণ বিদেশনীতি এবং ভ্রান্ত অভ্যন্তরীণ শাসনব্যবস্থার সুযোগে মোদির সরকারকে নাড়িয়ে দিতে প্রস্তুত কংগ্রেস। ওই দলই নিয়মিত সরকারের বিদেশনীতির সমালোচনা করছে।” বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র (Sambit Patra) চিনের সরকারি সংবাদমাধ্যমের এই প্রতিবেদনকে হাতিয়ার করেই রাহুল গান্ধীকে তোপ দাগেন। তাঁর দাবি, গ্লোবাল টাইমসের এই প্রতিবেদনেই স্পষ্ট ভারতীয় সেনার বিভিন্ন পদক্ষেপে হতাশ হয়ে পড়েছে চিন। এবং কংগ্রেসের সাহায্য নিয়ে তাঁরা ভারতকে চাপে ফেলার চেষ্টা করছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬

ট্যাগ