কথাবার্তা: গালওয়ান সংঘর্ষে চীনের ৬০ সেনা নিহত-মার্কিন রিপোর্ট
(last modified Mon, 14 Sep 2020 10:01:43 GMT )
সেপ্টেম্বর ১৪, ২০২০ ১৬:০১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৪ সেপ্টেম্বর সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • সীমান্তে সেনা টহল, মিয়ানমারকে বাংলাদেশের কড়া প্রতিবাদ - দৈনিক ইত্তেফাক
  • চালের বাজারে লাভের গুড় পিঁপড়ায় খায়-সমকাল
  • বিদেশি অপরাধী বাড়ছে দেশে, দ্রুত ফেরত পাঠানোর ব্যবস্থা নেই- কালের কণ্ঠ
  • রেল কোন পথে-রাজনৈতিক বিবেচনায় তড়িঘড়ি প্রকল্প- প্রথম আলো
  • কুয়েতে পাপুলের বিচার হচ্ছে ১৭ সেপ্টেম্বর-দৈনিক মানবজমিন
  • তিনমাসে ঋণ বেড়েছে ৩৩৩৭ কোটি টাকা-দৈনিক যুগান্তর

ভারতের শিরোনাম:    

  • নিজেদের জীবন নিজেরা বাঁচান, প্রধানমন্ত্রী ময়ূর নিয়ে ব্যস্ত কটাক্ষ রাহুলের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • চীনের আগ্রাসী নীতি ধোপে টিকল না ভারতে, গালওয়ান সংঘর্ষে৬০ সেনার মৃত্যু: মার্কিন রিপোর্ট-দৈনিক আজকাল
  • লাদাখ ইস্যুতে সেনার পাশেই দেশ, একতার বার্তা দেবে সংসদ আশা প্রধানমন্ত্রীর-সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। 

প্রথমে বিশ্ব করোনার সর্বশেষ খবর:  ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত বিশ্বে মৃত্যু ৯ লাখ  ২৮ হাজার ছাড়াল এবং আক্রান্তও ২ কোটি ৯১ লাখের বেশি। ভারতে ২৪ ঘণ্টায়  করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ হাজারের বেশি, এ সময়ে ১১৩৬ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ৭৯ হাজার ৭২২ জন। বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৬ জন। 

এদিকে, বিভিন্ন মিডিয়ার খবরে লেখা হয়েছে, বিশ্বে একদিনে রেকর্ড ৩ লক্ষাধিক করোনা রোগী শনাক্ত।ইউরোপে করোনার দ্বিতীয় তরঙ্গের আশঙ্কা। বাংলাদেশ কি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুত!

ইসির ভেতরই টাকা-খেকো ভূত‘যেমন খুশি তেমন সাজাও’ এনআইডি; জাল পরিচয়পত্রেই ঋণ!-দৈনিক কালের কণ্ঠের এ প্রতিবেদনে লেখা হয়েছে, 

জাতীয় পরিচয়পত্র জালিয়াতি বন্ধে প্রধানমন্ত্রী কার্যালয়ের তাগিদ এবং নির্বাচন কমিশনের কঠোর অবস্থান ও শূন্য সহনশীলতা নীতি ঘোষণার পরও অপরাধীচক্র সক্রিয়। এ পর্যন্ত যেসব জালিয়াতির ঘটনা প্রকাশ হয়েছে, এর সব কটিতেই ‘সরষের মধ্যে ভূত’-এর সন্ধান মিলছে। জানা যাচ্ছে, নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের কেউ না কেউ এই অপরাধের সঙ্গে জড়িত। সর্বশেষ গত শনিবার রাতে গোয়েন্দা পুলিশ মিরপুর এলাকায় অভিযান চালিয়ে জাল এনআইডি তৈরি চক্রের পাঁচজনকে আটক করেছে। এর মধ্যে নির্বাচন কমিশনের দুজন কর্মীও রয়েছেন। তাঁদের দেওয়া জাল এনআইডির মাধ্যমে অবৈধ পন্থায় বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিত খেলাপিরা।

ক্যাসিনো সম্রাট সিসিইউতে, ১৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন-দৈনিক যুগান্তরের এ খবরে লেখা হয়েছে, ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসার জন্য ১৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।দৈনিকটির অন্য একটি খবর, আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে টেকনাফ থানার কনস্টেবল রুবেল শর্মা নামে আরও এক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে র‌্যাব-১৫।  

করোনায় বৈদেশিক শ্রমবাজারে ধাক্কা-দৈনিক ইত্তেফাকের অর্থনীতি বিষয়ক এ প্রতিবেদনে বলা হয়েছে,

করোনা মহামারির কারণে বড় ধাক্কা লেগেছে বৈদেশিক শ্রমবাজারে। বিভিন্ন দেশে লকডাউন, জরুরি অবস্থার কারণে শিল্পকারখানা, সেবা ও নির্মাণ খাত বন্ধ হওয়ায় কাজ হারিয়েছেন অনেক বাংলাদেশি অভিবাসী কর্মী। গত পাঁচ মাসে দেশে ফিরতে বাধ্য হয়েছেন সোয়া লাখের বেশি কর্মী। ফেরার অপেক্ষায় রয়েছেন প্রায় ২ লাখ। এর মধ্যে ইরাক থেকে দেশে ফেরার অপেক্ষায় আছেন ১৪ হাজারের বেশি কর্মী। কিন্তু ইরাকে বাংলাদেশ দূতাবাস যথাযথ পদক্ষেপ নিতে গড়িমসি করায় তারা ফিরতে পারছেন না। অন্যদিকে করোনার আগে বিভিন্ন সময়ে ছুটিতে দেশে এসে আটকা পড়েছেন প্রায় ২ লাখ কর্মী। সব মিলিয়ে বলা যায়, এই মুহূর্তে ৫ লক্ষাধিক শ্রমিক কর্মহীন রয়েছেন। এছাড়া শ্রমবাজার বন্ধ থাকায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ হারিয়েছেন আরো প্রায় ৩ লাখ লোক। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে দেশে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি সরকারের কূটনৈতিক প্রচেষ্টা জোরালো করতে হবে।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত: 

চীনের আগ্রাসী নীতি ধোপে টিকল না ভারতে, গালওয়ান সংঘর্ষে ৬০ চীনা সেনার মৃত্যু: মার্কিন রিপোর্ট

চীনের আগ্রাসী নীতি ভারতের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে। ভারতীয় সেনার এমন প্রত্যাঘাত লাল ফৌজ হয়তো স্বপ্নেও কল্পনা করেনি। জিনপিং-এর গদি বাঁচাতে আরো প্ররোচনামূলক পদক্ষেপ করতে পারে ড্রাগন বাহিনী। আশঙ্কা বাড়িয়ে রিপোর্ট দিচ্ছে মার্কিন পত্রিকা নিউজউইক। 

ওই মার্কিন রিপোর্টকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই-তে লেখা হয়েছে, ভারতের বিরুদ্ধে চীনের আগ্রাসী নীতির কারিগর শি জিনপিং। কিন্তু এই নীতি ভারতের বিরুদ্ধে ধোপে টিকল না। ভারতীয় সেনার কড়া জবাবে এখন নিজের গদি বাঁচাতেই ব্যস্ত চীনের চেয়ারম্যান। 

জুন মাসে পূর্ব লাদাখের গালওয়ানে ভারত-চীন সংঘর্ষের পর থেকেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনার পারদ চড়ছে। ওই সংঘর্ষে ভারতের কুড়ি জন জওয়ান শহীদ হলেও লাল ফৌজের কত জন সেনার মৃত্যু হয়েছে, সেই হিসেবে এখনো দেয়নি চীনা সরকার। তবে নিউজউইক-এর রিপোর্ট বলছে, ওই দিন অন্তত ৬০ জন চীন সেনার মৃত্যু হয়েছে। ড্রাগন বাহিনীর অতর্কিত হামলার পর ভারতীয় সেনা যেভাবে ঘুরে দাঁড়িয়ে লড়েছে, তা প্রকাশ্যে আনতে ভয় পাচ্ছে শি জিনপিং সরকার, বলছি রিপোর্ট।

মোদী-মমতা-সনিয়া থেকে তেন্ডুলকর, সবার উপর গোপন নজরদারি চিনের!-দৈনিক আনন্দবাজার পত্রিকার এ প্রতিবেদনে লেখা হয়েছে,

গালওয়ান সঙ্ঘাতের প্রেক্ষিতে তিন দফায় শতাধিক চীনা অ্যাপ বাতিল করেছে ভারত। নরেন্দ্র মোদী সরকারের অভিযোগ ছিল, ওই সব অ্যাপ ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জনক। পূর্ব লাদাখে এখনও চলছে ভারত-চীন সঙ্ঘাত। এমন পরিস্থিতিতে চীনা তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি ভারতের বহু বিষয়ে নজরদারি চালাচ্ছে বলে দাবি করেছে একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিক। তাদের বক্তব্য, ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের অন্তত ১০ হাজার বিশিষ্ট ব্যক্তিত্ব এবং তাঁদের পরিবারের সদস্যদের উপর নজরদারি চালাচ্ছে শেংঝেনের এক তথ্যপ্রযুক্তি সংস্থা। 

'মোদিজি ময়ূরের সঙ্গে খেলতেই থাকবেন। আপনারা নিজের প্রাণ নিজে বাঁচান।'-রাহুল গান্ধী- খবরটি আজকাল/আনন্দবাজারে পরিবেশিত হয়েছে। এ খবরে বলা হয়েছে, 

ফের প্রধানমন্ত্রীকে নিশানা করলেন রাহুল গান্ধী। দেশে দৈনিক সংক্রমণ এক লাখের দোরগোড়ায়। করোনা সংক্রমণ রুখতে মোদি সরকারের ব্যর্থতা তুলে ধরে ফের সোচ্চার হলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। লকডাউন শুরু হওয়ার পর থেকে প্রায় প্রত্যেক দিনই ভিডিওবার্তায় নানা ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করে চলেছেন রাহুল। কখনো অর্থনৈতিক মন্দা, কখনো বেকারত্ব পরিযায়ী শ্রমিকদের দুর্দশা জিএসটি বকেয়াকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন কংগ্রেস সাংসদ। 

সোমবার বাদল অধিবেশন শুরুর দিনই টুইটারে লেখেন, 'মোদি সরকারের অপরিকল্পিত লকডাউন নীতির জন্যই দেশে হু হু করে বাড়ছে সংক্রমণ।

সংবাদ প্রতিদিনের শিরোনাম-লকডাউনে কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, জানেই না মন্ত্রক’, সংসদে জানাল কেন্দ্র। বিস্তারিত খবরে লেখা হয়েছে,

লকডাউনে সবচেয়ে খারাপ পরিস্থিতি হয়েছিল পরিযায়ী শ্রমিকদের। কাজ হারিয়ে বাড়ি ফিরে আসতে হয়েছে তাঁদের। ফেরার পথে একের পর দুর্ঘটনার মুখে পড়েছেন তাঁরা। প্রাণ হারিয়েছেন অনেকেই। লকডাউনের মাঝে কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, তা জানেই না শ্রমমন্ত্রক। বাদল অধিবেশে এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গওয়াড়। কোভিডের নিয়ম মেনেই আজ সকাল ৯ টা  থেকে ১৮ দিনের জন্য শুরু হয়েছে বর্ষাকালীন লোকসভার অধিবেশন। সেখানেই এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

‘ইউহানের ল্যাবেই তৈরি হয়েছে করোনা ভাইরাস, প্রমাণ দেখাতে পারি’, দাবি চিনা গবেষকের-দৈনিক আজকাল

ফের করোনা ভাইরাসের (Corona Virus) জন্ম বিতর্কের আগুন ঘি ঢাললেন ভাইরোলজিস্ট লি মেং ইয়ান (Li-Meng Yan)। এক জনপ্রিয় টক-শোতে এসে তিনি দাবি করলেন, নোভেল করোনা ভাইরাসের উৎসস্থল চিনা সরকারের তত্বাবধানে থাকা ইউহানের ল্যাবরেটরি। ভাইরাসটি যে মনুষ্যসৃষ্ট তা প্রমাণ করার জন্য উপযুক্ত প্রমাণ তাঁর কাছে আছে। আর তাই তড়িঘড়ি লি মেং ইয়ানকে চিন ছাড়তে হয়। না হলে চিন সরকার তাঁকে খুন করতে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ওই ভাইরোলজিস্ট।

ভাইরোলজিস্ট লি মেং ইয়ানের জন্ম হংকংয়ে। তবে তিনি গবেষণার কাজ করতেন চিনে। চলতি বছরের শুরুতে তাঁকে চিন (China) ছেড়ে পালাতে হয়েছিল। নিরাপত্তার খাতিয়ে তিনি আপাতত মার্কিন যুক্তরাষ্ট্র (USA) রয়েছেন। একটি টক শো-তে বসে একের পর এক বিস্ফোরক দাবি করেন তিনি। আর তাঁর দাবির পরই ফের একবার করোনা ভাইরাসের জন্ম বিতর্ক তাজা হয়েছে। প্রসঙ্গত, গত বছরের শেষের দিক থেকে চিনের ইউহানে প্রদেশে দাবানলের মতো ছড়িয়েছে করোনা সংক্রমণ। এরপর গোটা বিশ্বে মহামারীর আকার নিয়েছে কোভিড-১৯ (Covid-19)। বেজিংয়ের (Bejing) দাবি, প্রাকৃতিক উপায় এই ভাইরাস তৈরি হয়েছে। কিন্তু তা মানতে নারাজ গোটা বিশ্ব। অধিকাংশ দেশের অভিযোগ, প্রাকৃতিকভাবে নয়, চিনের গবেষণাগারেই তৈরি হয়েছে এই মারণ ভাইরাস। সে কথাই অবশ্য আমল দিতে নারাজ চিন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৪

ট্যাগ