সেপ্টেম্বর ২৪, ২০২০ ০০:৪৭ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের সাথে সাক্ষাৎ করেন রাজ্যসভার বিরোধীদলীয় নেতা গুলাম নবী আজাদ
    প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের সাথে সাক্ষাৎ করেন রাজ্যসভার বিরোধীদলীয় নেতা গুলাম নবী আজাদ

ভারতে প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা এবং রাজ্যসভার বিরোধীদলীয় নেতা গুলাম নবী আজাদ কৃষি বিল ইস্যু এবং রাজ্যসভায় আটজন এমপি’কে সাসপেন্ড করার বিষয়ে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের সাথে সাক্ষাৎ করেছেন। আজ (বুধবার) সন্ধ্যা ৫ টায় গুলাম নবী আজাদ প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের সাথে দেখা করতে যান।

পরে কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ বলেন, 'আমরা প্রেসিডেন্টের কাছে উপস্থাপন করেছি যে ওই বিলটি সঠিকভাবে পাস করা হয়নি এবং তা অসাংবিধানিক। আপনি ওই বিলটি ফেরত পাঠান যাতে এটি আলোচনা করা যায়, এতে সংশোধন করা যায়, পুনরায় রেজুলেশনে ভোট করানো যায়, তারপরেই এটির অনুমোদন দিন।’

গুলাম নবী আজাদ বলেন, 'কৃষির সাথে সম্পর্কিত বিল আনার আগে সরকারের উচিত ছিল সমস্ত দল ও কৃষক নেতাদের সাথে পরামর্শ করা।'

৮ এমপিকে সাসপেন্ড করার প্রতিবাদে মৌন মিছিল

এদিকে, কৃষি সংক্রান্ত বিল পাস ও রাজ্যসভা থেকে ৮ এমপিকে সাসপেন্ড করার প্রতিবাদে আজ (বুধবার) বিভিন্ন বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদ ভবন চত্বরে মৌন মিছিল করেন। বিক্ষোভকারী এমপি’রা এ সময়ে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন,  যাতে ‘কৃষকদের বাঁচাও, শ্রমিক বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ ইত্যাদি স্লোগান লেখা ছিল।

আজ বিক্ষোভ প্রদর্শনের সময়ে বিরোধী এমপি’রা সংসদ ভবন চত্বরে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশ থেকে ভীমরাও আম্বেদকরের মূর্তি পর্যন্ত মিছিল করেন। এসময়ে তারা কিছুক্ষণের জন্য মহাত্মা গান্ধীর মূর্তির সামনে সারিবদ্ধভাবে দাঁড়ান। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআই, সিপিআই(এম), ডিএমকে,  রাষ্ট্রীয় জনতা দল, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির এমপি’রা ওই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হন।

ভারতে গত (রোববার) রাজ্যসভায় কৃষি সংক্রান্ত বিল ভোটাভুটি অথবা সিলেক্ট কমিটিতে না পাঠিয়ে ধ্বনি ভোটে পাস করানো হয়। এ নিয়ে রাজ্যসভায় তুলকালামের জেরে বিরোধীদলীয় ৮ এমপিকে সাসপেন্ড করা হয়েছে। ওই ঘটনার প্রতিবাদে বিরোধীরা একনাগাড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।#   

পার্সটুডে/এমএএইচ/এআর/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ