বিহারে শপথ নেওয়ার ৩ দিনের মধ্যেই ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী মেওয়া লাল চৌধুরী
https://parstoday.ir/bn/news/india-i84754-বিহারে_শপথ_নেওয়ার_৩_দিনের_মধ্যেই_ইস্তফা_দিলেন_শিক্ষামন্ত্রী_মেওয়া_লাল_চৌধুরী
ভারতের বিহার রাজ্যে শপথ গ্রহণের তিন দিনের মধ্যেই ইস্তফা দিলেন জেডিইউ নেতা ও শিক্ষামন্ত্রী মেওয়া লাল চৌধুরী। আজ (বৃহস্পতিবার) তিনি ইস্তফা দিয়েছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ১৯, ২০২০ ১৯:১৭ Asia/Dhaka
  • বিহারে শপথ নেওয়ার ৩ দিনের মধ্যেই ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী মেওয়া লাল চৌধুরী

ভারতের বিহার রাজ্যে শপথ গ্রহণের তিন দিনের মধ্যেই ইস্তফা দিলেন জেডিইউ নেতা ও শিক্ষামন্ত্রী মেওয়া লাল চৌধুরী। আজ (বৃহস্পতিবার) তিনি ইস্তফা দিয়েছেন।

মন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর থেকেই বিতর্কের মুখে পড়েছিলেন মেওয়া লাল চৌধুরী। বিহারের নয়া মন্ত্রিসভায় তিনিই সবচেয়ে ধনী। তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতি মামলা রয়েছে। এমনকী, দুর্নীতির অভিযোগে ২০১৭ সালে তাঁকে দল থেকে বহিষ্কার করাও হয়। কিন্তু পরে আবার দলে ফিরে আসতে সমর্থ হন তিনি।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পরে তিনি শিক্ষামন্ত্রীর পদও পেয়েছিলেন। কিন্তু একবার বহিষ্কৃত হওয়ার পরেও তিনি কীভাবে মন্ত্রিত্ব পেলেন? সেই প্রশ্ন তুলে বিরোধী আরজেডি’র অভিযোগ, ওই ঘটনা নীতীশ কুমারের দ্বিচারিতার স্পষ্ট প্রমাণ দেয়। কেবলমাত্র দুর্নীতি নয়, শিক্ষামন্ত্রীর পদ পাওয়া মেওয়া লালের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিহারে বিজেপি বিরোধী দলে থাকাকালীন মেওয়া লাল চৌধুরীকে গ্রেফতারের দাবি করেছিল। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ যখন বিহারের রাজ্যপাল ছিলেন, তিনি মেওয়া লাল চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের অনুমোদনও দিয়েছিলেন। যদিও মেওয়া লালেরর বিরুদ্ধে এখনও চার্জশিট দাখিল করা হয়নি।

ওই ঘটনাকে কেন্দ্র করে জেডিইউ প্রধান ও রাজ্যের জেডিইউ-বিজেপি জোট এনডিএ-এর মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে কটাক্ষ করে আজ আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন,  আমি বলেছিলাম যে আপনি ক্লান্ত, তাই আপনার চিন্তাভাবনা এবং বোঝার শক্তি হ্রাস  পেয়েছে। ইচ্ছাকৃতভাবে দুর্নীতিগ্রস্তকে মন্ত্রী বানানো হয়েছে। কয়েক ঘন্টা পরে পদত্যাগের নাটক করা করা হয়েছে। তেজস্বী যাদব এজন্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেই আসল দোষী বলেও মন্তব্য করেছেন।#

 পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।