অসমে অনুপ্রবেশ ও বন্যাজনিত সমস্যা বিজেপিই বন্ধ করতে পারে: অমিত শাহ
https://parstoday.ir/bn/news/india-i85614-অসমে_অনুপ্রবেশ_ও_বন্যাজনিত_সমস্যা_বিজেপিই_বন্ধ_করতে_পারে_অমিত_শাহ
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ বলেছেন, অসমের সবচেয়ে বড় দুটি সমস্যা হল ‘অনুপ্রবেশ’ এবং বন্যা। কংগ্রেস এবং অন্যান্য দল কী অনুপ্রবেশ বন্ধ করতে পারে? কেবল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারই ‘অনুপ্রবেশ’ বন্ধ করতে পারে। তিনি আজ (শনিবার) বিজেপিশাসিত অসমে এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ডিসেম্বর ২৬, ২০২০ ২০:১২ Asia/Dhaka
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ
    ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ বলেছেন, অসমের সবচেয়ে বড় দুটি সমস্যা হল ‘অনুপ্রবেশ’ এবং বন্যা। কংগ্রেস এবং অন্যান্য দল কী অনুপ্রবেশ বন্ধ করতে পারে? কেবল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারই ‘অনুপ্রবেশ’ বন্ধ করতে পারে। তিনি আজ (শনিবার) বিজেপিশাসিত অসমে এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

অমিত শাহ বলেন, শ্রীমন্ত শঙ্কর দেবের যে জন্মস্থান ছিল সেখানে অনুপ্রবেশকারীরা দখল করে ছিল। সেটাকে খালি করে শঙ্করদেবের মহান স্মৃতিকে স্থায়ী করে তোলার কাজ মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এবং আমাদের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল করতে যাচ্ছেন।  

তিনি বললেন, ‘অসমে নতুন করে ভক্তি আন্দোলনের সূত্রপাত হয়েছে। যে আন্দোলন  অসমের তরুণ-তরুণীদের সশস্ত্র সংগ্রামের পথ থেকে ভক্তি মার্গে ফিরিয়ে আনবে।’ 

অমিত শাহ বলেন, ‘একটা সময় ছিল, যখন বিচ্ছিন্নতাবাদীরা রাজ্যে প্রভাব বিস্তার করেছিল। কিন্তু  ক্রমশ তারা মূলস্রোতে ফিরে এসেছেন এবং অসমের উন্নতিতে যুক্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় সাফল্য হল বড়োল্যান্ডের চুক্তি। যেখানে এতদিন পরে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। ৮০ শতাংশ পোলিং বুথে এক ফোঁটাও রক্তপাত হয়নি।’

দেশে চলমান কৃষকদের আন্দোলন প্রসঙ্গে অমিত শাহ বলেন, এই মুহূর্তে কিছু লোক কৃষি আইন নিয়ে একটি বড় আন্দোলন করছেন। আমি এ জন্য  সকলের কাছে আবেদন জানাতে চাই যে আপনারা মূলধারায় আসুন, সরকারের সাথে আলোচনা করুন এবং সমাধান খুঁজে বের করুন। # 

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।