এনআরসি-এনপিআর ইস্যুতে কারও অধিকার কাড়তে দেবো না : মমতা বন্দ্যোপাধ্যায়
(last modified Thu, 18 Feb 2021 14:53:58 GMT )
ফেব্রুয়ারি ১৮, ২০২১ ২০:৫৩ Asia/Dhaka
  • এনআরসি-এনপিআর ইস্যুতে কারও অধিকার কাড়তে দেবো না : মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নাগরিকপঞ্জি ও জাতীয় জনসংখ্যা নিবন্ধন ইস্যুতে বলেছেন, এনআরসি-এনপিআর নিয়ে কারও অধিকার কাড়তে দেবো না। তিনি আজ (বৃহস্পতিবার) পৈলানে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে ওই মন্তব্য করেন।

মমতা আজ অত্যন্ত চড়াসুরে বক্তব্য রেখে বিজেপিকে কার্যত তুলোধোনা করেন। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের তীব্র সমালোচনা করেন। মমতা আজ উপস্থিত তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি আপনাদের বলি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ‘মা-মাটি-মানুষ’ সরকার রেকর্ড সৃষ্টি করে জিতবে এবং বিজেপির মুখে ঝামা ঘষে দেবে।’

মমতা বলেন, ‘এই বিজেপি রাজনৈতিক দল মনে রাখবেন, উত্তর প্রদেশে খোঁজ নিয়ে দেখুন আজকেও সকালে তিনটে বাচ্চা মেয়ের উপরে কী অত্যাচার হয়েছে। কী স্বরাষ্ট্র মন্ত্রী তোমার মুখ দিয়ে তো একটা কথাও বেরোয়নি? বাচ্চাদের উপরে যে অত্যচার হয়েছে তা নিয়ে। দিল্লিতে দাঙ্গায় কত লোক মেরেছো? এনপিআর-এনআরসি নিয়ে? একবারও বলেছো অসমে কত লোক মেরেছো? একবারও বলেছো কৃষকদের উপরে কী অত্যাচার চলছে? পেরেক পর্যন্ত রাস্তায় পুঁতে দেওয়া হয়েছে যাতে কৃষকরা মাঠে না নামতে পারে!লজ্জা করে না? একটা ‘স্বৈরাচারী-বর্বর রাজনৈতিক দল’। একটা ঘৃণ্য রাজনৈতিক দল। মানুষের মধ্যে শুধু হিংসা ও বিদ্বেষ, কুৎসা ছড়ায়। ভাই-বোনের মধ্যে ঝগড়া বাধায়।’

ওদের আবার বড় বড় কথা! ওরা নাকি আবার বাংলা দখল করবে! আগে নিজে দিল্লী সামলাও বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#   

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ