উত্তর গাজাকে ফিলিস্তিনি-মুক্ত করতে চায় ইসরাইল
(last modified Wed, 23 Oct 2024 07:41:02 GMT )
অক্টোবর ২৩, ২০২৪ ১৩:৪১ Asia/Dhaka
  • উত্তর গাজাকে ফিলিস্তিনি-মুক্ত করতে চায় ইসরাইল

​​​​​​​ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরোর সদস্য এবং লেবানন প্রতিনিধি ওসামা হামদান বলেছেন, ইহুদিবাদী ইসরাইল উত্তর গাজা থেকে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে নির্মূল করার অভিযানের নেমেছে। তারা সেখান থেকে ফিলিস্তিনিদেরকে সম্পূর্ণভাবে নির্মূল ও উদ্বাস্তু করতে চায়।

গতকাল (মঙ্গলবার) ওসামা হামদান আরো বলেন, উত্তর গজায় ইহুদিবাদী সেনারা তাদের আগ্রাসন বাড়িয়েছে এবং যেসব মানবিক ত্রাণ সেখানে যায়, সেগুলোতেও বাধা দিচ্ছে। 

ওসামা হামদান আরো বলেন, ইহুদিবাদী ইসরাইলের সেনারা উত্তর গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ অপরাধযজ্ঞ চালাচ্ছে যার কারণে সাম্প্রতিক দিনগুলোতে সেখানে শত শত মানুষ শহীদ হয়েছেন। শুধু তাই নয়, ইহুদিবাদী ইসরাইল যে সব এলাকাকে নিরাপদ বলে ঘোষণা করেছে সেগুলোকে তারা মূলত সাধারণ জনগণের জন্য মৃত্যুফাঁদে পরিণত করেছে। 

হামাসের এই নেতা ইহুদিবাদী ইসরাইলের এসব অপরাধযজ্ঞের জন্য আমেরিকাকে দায়ী করেন। তিনি বলেন, মার্কিন প্রশাসনের পূর্ণ সমর্থন নিয়ে দখলদার সেনারা এই অপরাধযজ্ঞ চালাচ্ছে। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতারও কঠোর নিন্দা ও সমালোচনা করেন ওসামা হামদান#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

ট্যাগ