ভারতে মাত্র এক সপ্তাহতেই করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে
https://parstoday.ir/bn/news/india-i90052-ভারতে_মাত্র_এক_সপ্তাহতেই_করোনা_আক্রান্তের_সংখ্যা_১০_লাখ_ছাড়িয়েছে
ভারতে মাত্র এক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। চলতি বছরের ৫ এপ্রিল প্রথম এক লাখের বেশি করোনা সংক্রমণ ধরা পড়েছিল যা বিগতদিনের সমস্ত রেকর্ডকে অতিক্রম করেছিল। কিন্তু গত ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল সাত দিনেই আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩ হাজার ৩১৪ জনে পৌঁছেছে। যা এ পর্যন্ত সবচেয়ে দ্রুত গতিতে সংক্রমণের ঘটনা।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
এপ্রিল ১৩, ২০২১ ১৯:৪১ Asia/Dhaka
  • ভারতে মাত্র এক সপ্তাহতেই করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে

ভারতে মাত্র এক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। চলতি বছরের ৫ এপ্রিল প্রথম এক লাখের বেশি করোনা সংক্রমণ ধরা পড়েছিল যা বিগতদিনের সমস্ত রেকর্ডকে অতিক্রম করেছিল। কিন্তু গত ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল সাত দিনেই আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩ হাজার ৩১৪ জনে পৌঁছেছে। যা এ পর্যন্ত সবচেয়ে দ্রুত গতিতে সংক্রমণের ঘটনা।

এভাবে গত এক সপ্তাহ ধরে দৈনিক এক লাখের বেশি করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটছে। এবং গত তিন দিন ধরে দৈনিক এই সংখ্যাটি দেড় লাখেরও বেশি হয়েছে।  

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে গত এক সপ্তাহে, করোনাভাইরাস যেভাবে ৫ থেকে ১০ শতাংশের ওঠানামা দেখা যাচ্ছে, এই সংখ্যাটি পরের সপ্তাহে দু’লাখ স্পর্শ করতে পারে। ভারতে আজ (মঙ্গলবার) ১ লাখ ৬১ হাজার ৭৩৬ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। এরফলে মোট সংক্রমণের সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার ৪৫৩ জনে দাঁড়িয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল (সোমবার) সকাল ৮টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৭৯ জনের মৃত্যু হয়েছে। এরফলে মোট মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৭১ হাজার ৫৮ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত মোট ১ কোটি ২২ লাখ ৫৩ হাজার ৬৯৭ জন সুস্থ হয়েছেন। বর্তমানে ১২ লাখ ৬৪ হাজার ৬৯৮ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। #   

এমএএইচ/এমবিএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।