জুলাই ১৫, ২০২১ ১৮:৫৬ Asia/Dhaka
  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন।

তিনি আজ (বৃহস্পতিবার) বারাণসীতে নিজের লোকসভা কেন্দ্রে একটি সরকারি কর্মসূচিতে বলেন,  ‘যে ভাবে উত্তরপ্রদেশ সরকার  কোভিডের দ্বিতীয় ঢেউ রুখে দিতে পেরেছে এবংদ্রুত সংক্রমণে রাশ টানতে পেরেছে তা অভূতপূর্ব।’

বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন,  ‘এরআগে অনেক ছোট ছোট ধরনের রোগের প্রাদুর্ভাবে রাজ্যে অনেক বেশি সংখ্যক মানুষ কাবু হয়েছেন,  স্বাস্থ্য পরিসেবার অভাবে বা প্রশাসনিক সদিচ্ছার অভাবে। কিন্তু এ বার কোভিডের দ্বিতীয় ঢেউয়েও সেটা হতে দেখা যায়নি। এটা যোগী সরকারের অভূতপূর্ব তৎপরতার জন্যই সম্ভব হয়েছে।’ দেশের মধ্যে উত্তর প্রদেশেই সবচেয়ে বেশি টিকাকরণ ও কোভিড পরীক্ষা হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।  

প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের পরে কটাক্ষ করেছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল। রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন সামাজিক যোগাযোগ মাধ্যম টুউটারে  টুইট করে এক বার্তায় কটাক্ষ করেছেন  প্রধানমন্ত্রীকে।  ডেরেক বলেন,   ‘উনি (প্রধানমন্ত্রী মোদী) ১৫  জুলাইটিকে ১ এপ্রিল মনে করেছেন!’ ১ এপ্রিল অর্থাৎ ‘এপ্রিল ফুল’। যে দিনটিকে ‘বোকা বানানোর দিন’ হিসেবে মনে করে গোটা বিশ্ব।’ 

উত্তর প্রদেশের বিরোধীদল কংগ্রেসের পক্ষ থেকে ওই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলা হয়েছে, ‘নদীতে ভাসমান মরদেহ,  নদীর তীরে সমাহিত লাশ, শ্মশানের বাইরে প্রচুর ভিড়, অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে। এটাই করোনা সংক্রমণ ছড়ানো বন্ধ করতে উত্তর প্রদেশ মডেল!’

কংগ্রেসের পক্ষ থেকে আরও কটাক্ষ করে বলা হয়েছে,  যোগী সরকার যেরকম করোনা সংক্রমণ ছড়ানো বন্ধ করেছে তা অভূতপূর্ব!  উটর প্রদেশ কংগ্রেস আজ  বলেছে, ‘একদিকে উত্তর প্রদেশের আইন শৃঙ্খলা ভগবান ভরসায় রয়েছে, অন্যদিকে মোদিজী আজ বারাণসীতে আইনের শাসন নিয়ে  গুণগান করছেন। নারী ও কন্যা ধর্ষণের ঘটনা থামছে না, ন্যায়বিচার পাওয়া তো দূরের কথা, এফআইআর পর্যন্ত নথিভুক্ত হয় না।  মোদিজী এটাই কী আইনের শাসন?’  

প্রসঙ্গত, কোভিডের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পরে উত্তর প্রদেশে তা ভয়াবহ রূপ নেওয়ার খবর প্রকাশ্যে এসেছে। উত্তর প্রদেশে গঙ্গা ও অন্যান্য নদীতে কোভিডে মৃত লাশ ভেসে যাওয়ার বহু ছবিও প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। রাজ্যের সরকারি ও  বেসরকারি হাসপাতালগুলোতে কোভিড রোগীদের বেড ও  অক্সিজেনের ভয়াবহ সঙ্কটও অনেকবার সংবাদের শিরোনাম হয়েছে। কিন্তু তা সত্ত্বেও রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপির সুবিধা পাওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী উত্তর প্রদেশ সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। #

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/ ১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ