নভেম্বর ২৭, ২০২১ ১৮:২৩ Asia/Dhaka
  • সিরিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাহদি সোবাহানি
    সিরিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাহদি সোবাহানি

সিরিয়ায় নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মাহদি সোবাহানি বলেছেন, তেহরান ও দামেস্কের মধ্যকার সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দু'দেশের মধ্যকার বর্তমান কৌশলগত সম্পর্কের প্রশংসা করে তিনি বলেন, মার্কিন অর্থনৈতিক যুদ্ধের মোকাবেলায় গত কয়েক বছর ধরে তেহরান ও দামেস্ক একে অপরের পাশে দাঁড়িয়েছে। 

লেবাননের আল-অহেদ নিউজ ওয়েবসাইটকে গতকাল (শুক্রবার) দেয়া একান্ত সাক্ষাৎকারে ইরানি রাষ্ট্রদূত এসব কথা বলেছেন। তিনি বলেন, পর্যবেক্ষকরা মনে করেন মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর মধ্যে সিরিয়ার সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে ইরানের সম্পর্ক হচ্ছে সবচেয়ে পুরনো। এটি সম্ভব হয়েছে দুই দেশের নেতাদের অভিন্ন লক্ষ্যের কারণে। আরব বিশ্ব এবং পশ্চিমা দেশগুলোর সমস্ত চাপ উপেক্ষা করে সবসময় ইরান ও সিরিয়া দ্বিপক্ষীয় সহযোগিতা রক্ষা করে চলেছে।

ইরান ও সিরিয়ার মধ্যে সামরিক সহযোগিতা চুক্তি রয়েছে

মাহদি সোবাহানি আরো বলেন, "আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতা, অংশীদারিত্ব, জোট এবং ইউনিয়ন পর্যায়ে সিরিয়ার সঙ্গে যোগাযোগ রয়েছে। আমরা পরস্পরের মিত্র। এর অর্থ হচ্ছে আমরা সম্পর্কের প্রাথমিক ধাপ পার হয়েছি এবং এখন দ্বিপক্ষীয় সম্পর্ক আরো উন্নত করছি।"

সিরিয়ার সঙ্গে সহযোগিতার মাত্রা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির সঙ্গে আমাদের একটি সামরিক চুক্তি রয়েছে। সহযোগিতার ক্ষেত্রে সবকিছু এর আওতায় চলে আসে। যদি প্রয়োজন হয় তাহলে সামরিক সহযোগিতার বিষয়টিও বাস্তবায়ন করা হবে।#

পার্সটুডে/এসআইবি/২৭

ট্যাগ