মে ২৭, ২০২৪ ১৫:৩১ Asia/Dhaka
  • রাফায় রক্তাক্ত রাত এবং ১২ বছর পর সিরিয়ায় সৌদি রাষ্ট্রদূত নিয়োগ

ইহুদিবাদী ইসরাইলের শাসক গোষ্ঠী রোববার রাতে গাজা উপত্যকার দক্ষিণে অবস্থিত রাফা শহরের উত্তর-পশ্চিমে শরণার্থীদের তাঁবু এবং বসতি কেন্দ্রগুলোতে বিমান হামলা চালিয়েছে। বর্বরোচিত এ হামলায় অন্তত ডজন খানেক ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

রাফায় রক্তাক্ত রাত, গাজায় দুর্ভিক্ষের আনুষ্ঠানিক ঘোষণার জন্য ৭০টি আইনি সংস্থার অনুরোধ, ১২ বছর পর সিরিয়ায় সৌদি রাষ্ট্রদূত নিয়োগ, ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন গভর্নমেন্ট কর্তৃক ১১২ বন্দিকে মুক্তি, পানিপথে আরবাইন ইমাম হোসেইন (আ)'র জিয়ারতকারীদের স্বাগত জানাতে ইরানের সঙ্গে ইরাকের একটি চুক্তি এবং ইসরাইলের পারমাণবিক হুমকি সম্পর্কে ইরানের হুঁশিয়ারি গত কয়েক ঘন্টার মধ্যে পশ্চিম এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ খবর।

রাফায় রক্তাক্ত রাত

গোটা গাজা উপত্যকায় বোমা হামলার পাশাপাশি এই উপত্যকার দক্ষিণে অবস্থিত রাফাহ শহরে রোববার রাতে ফিলিস্তিনিরা একটি ভয়াবহ রক্তাক্ত রাতের অভিজ্ঞতা লাভ করে। আল-মায়াদিন নেটওয়ার্ক রিপোর্টার জানিয়েছেন যে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর আগ্রাসী সেনারা এমন একটি এলাকায় বেশ কয়েকটি ভারী এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যেখানে এক লাখেরও বেশি  বেশি ফিলিস্তিনি শরণার্থী আশ্রয় নিয়েছে। এই হামলায় অন্তত ৫০ জন শহীদ এবং আরো ডজন খানেক আহত হয়।

৭০ টি আইনি সংগঠন গাজায় দুর্ভিক্ষের আনুষ্ঠানিক ঘোষণার দাবি জানিয়েছে

তাসনিম বার্তা সংস্থার মতে জাতিসংঘের সহযোগী সংস্থাগুলোর ৭০টি আইনি সংস্থা রোববার এক যৌথ বিবৃতিতে ঘোষণা করেছে যে ক্ষুধা দ্রুত ছড়িয়ে পড়া এবং শিশুসহ সকল শ্রেণী মানুষের মধ্যে অপুষ্টির মাত্রা তীব্র হওয়ার কারণে গাজা উপত্যকাকে সরকারিভাবে দুর্ভিক্ষ এলাকা হিসেবে ঘোষণা করা উচিত।

১২ বছর পর সিরিয়ায় সৌদি রাষ্ট্রদূত নিয়োগ

সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা ১২ বছর পর সিরিয়ায় দেশটির নতুন রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দিয়েছে। ‘ডব্লিউএএস অনুযায়ী সৌদি আরবের বাদশাহ সালমান ‘ফয়সাল বিন সৌদ আল-মুজ্জাফকে সিরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে ২০১১ সালে সিরিয়ায় সঙ্কট শুরু হওয়ার পর সৌদি আরব এ দেশে সংকট সৃষ্টিকারী সশস্ত্র আন্দোলনকে সমর্থন দেয়  এবং দামেস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার বিজয়ের পর গত দুই বছর ধরে সৌদি আরব দামেস্কের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে আগ্রহ প্রকাশ করেছে এবং গত বছর রিয়াদে আরব নেতাদের বৈঠকে "বাশার আসাদ" কে আমন্ত্রণ জানিয়েছে।

ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকার ১১২ বন্দিকে মুক্তি দিয়েছে

ইরানিয়ান স্টুডেন্ট এজেন্সি বা ইসনা এক প্রতিবেদনে জানিয়েছে যে ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকার গতকাল রোববার একতরফা পদক্ষেপে ১১২ জন যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে। ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন গভর্নমেন্টের সঙ্গে সংযুক্ত বন্দীদের বিষয়ক জাতীয় কমিটির প্রধান আব্দ আল-কাদির আল-মুর্তাজ বলেছেন যে এই উদ্যোগটি সম্পূর্ণ মানবিক উদ্দেশ্যে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল মালেক বদরুদ্দিন আল হুথির এক আদেশে বাস্তাবায়ন করা হয়েছে ।

জলপথে আরবাইনে ইমাম হোসেইন (আ)'র মাজার জিয়ারতকারীদের স্বাগত জানাতে ইরানের সঙ্গে একটি সীমান্ত ক্রসিং স্থাপনে ইরাকের চুক্তি

ইরানের জাতীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছেন, ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল আমির আল-শামারি রোববার ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী এবং ইরাকি সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চীফ আরবাইনে ইমাম হোসেইন (আ)'র জিয়ারতকারীদের জন্য বসরার আবু ফ্লস বন্দর থেকে ইরানের খোররামশাহর পর্যন্ত একটি নতুন সমুদ্র সীমান্ত ক্রসিং যুক্ত করতে সম্মত হয়েছেন। কারবালায় মুসলমানদের আরবাইনে জিয়ারত এবং ইসলামের নবীর নাতি ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাজার বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ।

আরাকচি: ইসরাইলের পারমাণবিক হুমকি এই অঞ্চলের নিরাপত্তা সমীকরণ বদলে দেবে

ইরনা জানিয়েছে, ইরানের বৈদেশিক সম্পর্কের কৌশলগত কাউন্সিলের সচিব সাইয়্যেদ আব্বাস আরাকচি কাতারের দোহায় আল জাজিরা টেলিভিশন চ্যানেলের  উদ্যোগে আয়োজিত 'আল আকসা তুফান অভিযানের পর এই অঞ্চলের ভারসাম্য' শীর্ষক  এক সেমিনারে ইসরাইলি শাসক গোষ্ঠীর পারমাণবিক হুমকি এই অঞ্চলের নিরাপত্তা সমীকরণ বদলে দেবে বলে উল্লেখ করে তিনি বলেন, ইসরাইলের এসব হুমকি অন্যদের তাদের পারমাণবিক অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য করবে। আরাকচি যোগ করেন যে পশ্চিম এশিয়া অঞ্চলকে পারমাণবিক অস্ত্র মুক্ত করা উচিত এবং ইহুদিবাদী ইসরাইলকে পারমাণবিক অস্ত্র মুক্ত করা উচিত।#

পার্সটুডে/এমবিএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ