এশকাবাদে তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে আয়াতুল্লাহ রায়িসির বৈঠক
(last modified Sun, 28 Nov 2021 01:53:14 GMT )
নভেম্বর ২৮, ২০২১ ০৭:৫৩ Asia/Dhaka
  • এশকাবাদ বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই প্রেসিডেন্টের সাক্ষাৎ
    এশকাবাদ বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই প্রেসিডেন্টের সাক্ষাৎ

তুর্কমেনিস্তান সফররত ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি রাজধানী এশকাবাদে স্বাগতিক দেশের প্রেসিডেন্ট কুরবানকুলি বারদিমোহাম্মাদোভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আয়াতুল্লাহ রায়িসি শনিবার রাতে এশকাবাদে পৌঁছালে প্রেসিডেন্ট কুরবানকুলি তাকে বিমানবন্দরে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান এবং সেখানে দুই প্রেসিডেন্ট প্রাথমিক আলোচনা শেষ করেন।

ইরান ও তুর্কমেনিস্তানের সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি দু’দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন সম্প্রসারণ নিয়ে মূলত দুই প্রেসিডেন্টের মধ্যে আলোচনা হয়।

আয়াতুল্লাহ রায়িসি এশাকাবাদে অনুষ্ঠেয় ‘ইকো’ অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ১৫তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুর্কমেনিস্তান সফরে গেছেন। আজ (রোববার) আরো পরে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, কারিগরি ও সাংস্কৃতিক সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে ইরান, পাকিস্তান ও তুরস্ক এই তিন দেশ মিলে ১৯৮৫ সালে ‘ইকো’ গঠন করেছিল। পরবর্তীতে ১৯৯২ সালে এই সংস্থায় আফগানিস্তান, আজারবাইজান, কাজাখস্তান, কিরঘিজিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানকে অন্তর্ভুক্ত করা হয়।

ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ রায়িসি ‘ইকো’ শীর্ষ সম্মেলনে ভাষণ দেয়া ছাড়াও সদস্য দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বলে কথা রয়েছে। এছাড়া, তিনি তুর্কমেনিস্তান প্রবাসী ইরানি নাগরিকদের এক সম্মেলনেও বক্তব্য রাখবেন।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ