স্বাস্থ্যকথা : সবার উপযোগী একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান
(last modified Tue, 30 Nov 2021 09:59:27 GMT )
নভেম্বর ৩০, ২০২১ ১৫:৫৯ Asia/Dhaka
  • স্বাস্থ্যকথা : সবার উপযোগী একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান

মহাশয়, আসসালামু আলাইকুম, শুরুতেই তুষার ভেজা সকালের একরাশ রৌদ্রের আলোয় মন রাঙানো প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আশা করি রেডিও তেহরান পরিবারের সবাই ভালো ও সুস্থ আছেন। 

২৪ নভেম্বর সান্ধ্য অধিবেশনে নিয়মিত পরিবেশনার পর সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্যকথা'য় ক্যান্সার রোগ নিয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজের ক্লিনিকেল হেমাটোলজি বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডাক্তর কামরুল হাসান-এর গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনলাম। এ পর্বে ক্যান্সার রোগের পরীক্ষা ব্যয়, বাংলাদেশের কোথায় চিকিৎসা করার সুযোগ রয়েছে, এই রোগের চিকিৎসা পদ্ধতি নিয়ে দীর্ঘ আলোচনা বেশ ভালো লাগল এবং অনেক কিছু জানতে পারলাম।

অনুষ্ঠানে চিকিৎসক কামরুল হাসান ক্যান্সার রোগের নিরাময়ের উপায় হিসেবে কী কী পরীক্ষা-নিরীক্ষা করতে হবে এবং তাঁর আনুমানিক খরচের একটি হিসাব তুলে ধরলেন। আসলে প্রাইভেট ক্লিনিকগুলো অতিরিক্ত পয়সা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে সাধারণ মানুষকে নাজেহাল অবস্থার সৃষ্টি করে। তাই আজকের অনুষ্ঠান থেকে ক্যান্সার রোগীদের চিকিৎসা খরচ সম্পর্কে মোটামুটি একটা ধারণা করতে পারবে বলে মনে করি। 

মরণ ব্যাধি ও রাজকীয় ব্যাধি ক্যান্সার নিয়ে পূর্বে মানুষের যে ভয় ভীতি ও ধারণা ছিল বর্তমান উন্নত প্রযুক্তির ও চিকিৎসা পদ্ধতি চালু হওয়ায় ক্যান্সার নিয়ে ভয় অনেকটাই কমে গেছে। 

রেডিও তেহরান ঘরে বসে চিকিৎসা সেবার সকল ধরনের আঞ্জাম করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এখানেই শেষ করছি।


ধন্যবাদান্তে,
আব্দুস সালাম সিদ্দিক,
সভাপতি, সকাল-সন্ধ্যা রেডিও লিসেনার্স ক্লাব
কান্দুলিয়া, বড়পেটা, আসাম, ভারত।

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ