কাওসার ও হুদহুদ স্যাটেলাইট থেকে সিগন্যাল পাচ্ছে ইরান
https://parstoday.ir/bn/news/letter-i143464-কাওসার_ও_হুদহুদ_স্যাটেলাইট_থেকে_সিগন্যাল_পাচ্ছে_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরান সোমবার দিবাগত রাতে পূর্ব রাশিয়া থেকে কাওসার এবং হুদহুদ নামে যে দুটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে সেসব থেকে সিগন্যাল আসা শুরু হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত স্যাটেলাইট দুটি এরইমধ্যে কক্ষপথে সঠিকভাবে স্থাপিত হয়েছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৬, ২০২৪ ১১:০৯ Asia/Dhaka
  • ইরানের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের দৃশ্য
    ইরানের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের দৃশ্য

ইসলামী প্রজাতন্ত্র ইরান সোমবার দিবাগত রাতে পূর্ব রাশিয়া থেকে কাওসার এবং হুদহুদ নামে যে দুটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে সেসব থেকে সিগন্যাল আসা শুরু হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত স্যাটেলাইট দুটি এরইমধ্যে কক্ষপথে সঠিকভাবে স্থাপিত হয়েছে। 

ইরানের বেসরকারি কোম্পানি ওমিদফাজা এই দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেইন শাহরাবি বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছেন, স্যাটেলাইট থেকে সিগনাল পাওয়ার অর্থ হচ্ছে- উৎক্ষেপণ সম্পূর্ণ সফল হয়েছে এবং ক্যারিয়ার থেকে স্যাটেলাইট বিচ্ছিন্ন হওয়ার পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। আর এসবের অর্থ হচ্ছে স্যাটেলাইটের অ্যান্টেনা সম্পূর্ণ উন্মুক্ত হয়েছে এবং ক্যারিয়ার থেকে সফলভাবে এটি বের হতে পেরেছে। 

সোমবার দিবাগত রাতে এই স্যাটেলাইট দুটি রাশিয়ার সয়্যুজ রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয় এবং তা ভূপৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার উপরে কক্ষপথে স্থাপন করা হয়েছে। 

এই দুটি স্যাটেলাইট থেকে পাঠানো তথ্য-উপাত্ত কৃষি, ভূমি জরিপ, যোগাযোগ, পরিবহন এবং পরিবেশ ব্যবস্থাপনার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্যাটেলাইট উৎক্ষেপণের এই সফলতার ফলে মহাকাশ গবেষণা এবং অভ্যন্তরীণ উন্নয়নের ক্ষেত্রে ইরানের সামনে নতুন দ্বার উন্মোচন হবে বলে আশা করা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।