নিষেধাজ্ঞা প্রত্যাহারের কম-বেশি কিছুই ইরানের কাছে গ্রহণযোগ্য নয়
https://parstoday.ir/bn/news/iran-i100660-নিষেধাজ্ঞা_প্রত্যাহারের_কম_বেশি_কিছুই_ইরানের_কাছে_গ্রহণযোগ্য_নয়
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশের ওপর মার্কিন সরকার যে একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করেছে ভিয়েনা আলোচনায় তা প্রত্যাহার করা ছাড়া তেহরানের কাছে কোনোকিছুই গ্রহণযোগ্য নয়। নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেয়ে ইরান বেশি কিছু চায় না, কমও গ্রহণযোগ্য হবে না।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ৩০, ২০২১ ১৮:০০ Asia/Dhaka
  • সাঈদ খাতিবজাদে
    সাঈদ খাতিবজাদে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশের ওপর মার্কিন সরকার যে একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করেছে ভিয়েনা আলোচনায় তা প্রত্যাহার করা ছাড়া তেহরানের কাছে কোনোকিছুই গ্রহণযোগ্য নয়। নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেয়ে ইরান বেশি কিছু চায় না, কমও গ্রহণযোগ্য হবে না।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা হচ্ছে তখন খাতিবজাদে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বললেন।    

তিনি বলেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা ইস্যুতে যে আলোচনা হচ্ছে তার মূল লক্ষ্য হলো ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার। সেখানে এর চেয়ে কম কিছু হলে ইরান তা মানবে না, আবার পরমাণু সমঝোতার বাইরে গিয়ে তেহরান কোনোকিছু গ্রহণ করবে না।

তিনি আরো বলেন, ধাপে ধাপে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতির কোনো স্থান এই আলোচনায় নেই। তিনি জানান, ইরান জোরালো ইচ্ছা নিয়ে ভিয়েনা আলোচনায় অংশ নিচ্ছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে পূর্ণ প্রস্তুত একটি প্রতিনিধিদল পাঠিয়েছে।#  

পার্সটুডে/এসআইবি/৩০