তুষারপাতে খুশি ইরানের কৃষক ও সাধারণ মানুষ
https://parstoday.ir/bn/news/iran-i100780-তুষারপাতে_খুশি_ইরানের_কৃষক_ও_সাধারণ_মানুষ
ইরানের আহার শহরের তুষারপাত
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৩, ২০২১ ১৮:১৭ Asia/Dhaka
  • তুষারপাতের মধ্যে আনন্দ করছে ইরানের বাচ্চারা
    তুষারপাতের মধ্যে আনন্দ করছে ইরানের বাচ্চারা

ইরানের আহার শহরের তুষারপাত

অনেক দিন পর তুষারপাত হয়েছে ইরানের আহার শহরে। দীর্ঘ দিন এ শহরে বৃষ্টি ও তুষারপাত না হওয়ায় কৃষক ও আহার শহরের সাধারণ মানুষের মধ্যে একটা দু:চিন্তা কাজ করছিল। অবশেষে এ চিন্তারও অবসান হলো। ইরানের পূর্ব আজারবাইজানের আহার শহরে মৌসুমের প্রথম তুষারপাত।# 

পার্সটুডে/মো.আবুসাঈদ/০৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।