পাশ্চাত্য যেদিন আন্তরিকতা দেখাবে সেদিনই চুক্তি হবে: আব্দুল্লাহিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i101704
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামীকাল (সোমবার) পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের অষ্টম দফা সংলাপ শুরু হতে যাচ্ছে। আমেরিকা ২০১৮ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এটি নিয়ে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তার নিরসন করে ওই সমঝোতাকে আবার পুরোপুরি কার্যকর করার লক্ষ্যে এই সংলাপ চলছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ২৬, ২০২১ ০৭:৪৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামীকাল (সোমবার) পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের অষ্টম দফা সংলাপ শুরু হতে যাচ্ছে। আমেরিকা ২০১৮ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এটি নিয়ে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তার নিরসন করে ওই সমঝোতাকে আবার পুরোপুরি কার্যকর করার লক্ষ্যে এই সংলাপ চলছে।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি সোমবার সকালে কূটনীতিকদের একটি দল নিয়ে ভিয়েনায় প্রবেশ করবেন।এবারের আলোচনায়ও যথারীতি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনকে নিয়ে গঠিত পাঁচ জাতিগোষ্ঠী এবং ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করবেন। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পক্ষ থেকে এই ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপ প্রধান কর্মকর্তা এনরিক মোরা অংশ নেবেন।

ইউরোপীয় দেশগুলো এবারের আলোচনায় রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে আন্তরিকতার সঙ্গে আলোচনা করবে বলে নিরপেক্ষ পর্যবেক্ষকরা আশা করছেন।

ইরাকি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আব্দুল্লাহিয়ান (ডানে)

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ করে বলেছেন, “ইরান যে পরমাণু অস্ত্র তৈরি করছে না- সে সম্পর্কে নিশ্চিত হতে চাইলে আপনারা পরমাণু সমঝোতার আওতায় থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন।” তিনি শনিবার তেহরান সফররত ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ইরান একটি ভালো চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত সংলাপ চালিয়ে যাবে এবং যেদিন পাশ্চাত্য চুক্তি স্বাক্ষরে আন্তরিকতা দেখাবে সেদিনই চুক্তি হবে।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।