পাশ্চাত্যের কৃত্রিম সময়সীমার ফাঁদে পা দেবে না ইরান: সূত্র
https://parstoday.ir/bn/news/iran-i101744
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু সংলাপের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলোর কথিত ‘চূড়ান্ত সময়সীমার’ ফাঁদে ইরান পা দেবে না। এটি বলেছে, যতক্ষণ পর্যন্ত ওই সমঝোতায় ইরানকে দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়িত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ‘কৃত্রিম সময়সীমা’র ভয়ে তেহরান চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত মেনে নেবে না।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ২৭, ২০২১ ০৭:০৭ Asia/Dhaka
  • ভিয়েনায় সপ্তম দফা বৈঠক (ফাইল ছবি)
    ভিয়েনায় সপ্তম দফা বৈঠক (ফাইল ছবি)

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু সংলাপের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলোর কথিত ‘চূড়ান্ত সময়সীমার’ ফাঁদে ইরান পা দেবে না। এটি বলেছে, যতক্ষণ পর্যন্ত ওই সমঝোতায় ইরানকে দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়িত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ‘কৃত্রিম সময়সীমা’র ভয়ে তেহরান চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত মেনে নেবে না।

সূত্রটি বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছে, ইরান ‘শক্তিশালী অবস্থান ও পূর্ণ প্রস্তুতি’ নিয়ে ভিয়েনা সংলাপে অংশ নিয়েছে এবং যতদিন প্রয়োজন ততদিন ইরানি আলোচক দল ভিয়েনায় অবস্থান করবে।

আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো সাম্প্রতিক সময়ে একথা বলে আসছে যে, ভিয়েনায় অনির্দিষ্টকালের জন্য সংলাপ চলবে না এবং একটি চুক্তিতে পৌঁছার সময় পার হয়ে যাচ্ছে। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আলোচনা শেষ করতে হবে।

এদিকে ভিয়েনায় আজ (সোমবার) আরো পরে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের অষ্টম দফা সংলাপ শুরু হতে যাচ্ছে। আমেরিকা ২০১৮ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এটি নিয়ে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তার নিরসন করে ওই সমঝোতাকে আবার পুরোপুরি কার্যকর করার লক্ষ্যে এই সংলাপ চলছে।

ভিয়েনা সংলাপে ইরানি আলোচক দলের প্রধান আলী বাকেরি-কানি

ইরানের নির্ভরযোগ্য সূত্রটি আরো বলেছে, সপ্তম দফা সংলাপে ‘সামগ্রিক কিছু বিষয়’ নিয়ে আলোচনা হয়েছে এবং এবারের আলোচনায় একটি সম্ভাব্য চুক্তির বিষয়বস্তু নিয়ে কথা হবে।এটি আরো বলেছে, যদি প্রতিপক্ষ চুক্তির বিষয়বস্তু নিয়ে কথা বলতে চায় তাহলে আমরাও সামনের দিকে অগ্রসর হতে রাজি আছি।

এবারের ভিয়েনা সংলাপেও যথারীতি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনকে নিয়ে গঠিত পাঁচ জাতিগোষ্ঠী এবং ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করবেন। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পক্ষ থেকে এই ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপ প্রধান কর্মকর্তা এনরিক মোরা অংশ নেবেন।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।