শুরু হচ্ছে ৮ম দফা আলোচনা; ‘চুক্তি সম্ভব’ বলছে সূত্র
https://parstoday.ir/bn/news/iran-i101750
ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের অষ্টম দফা আলোচনা আজ (সোমবার) বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুরু হচ্ছে। চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনকে নিয়ে গঠিত পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান গত এপ্রিল মাস থেকে এই আলোচনা চালিয়ে যাচ্ছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ২৭, ২০২১ ১৫:০২ Asia/Dhaka
  • সোমবার সকালে ভিয়েনা পৌঁছেন আলী বাকেরি-কানি
    সোমবার সকালে ভিয়েনা পৌঁছেন আলী বাকেরি-কানি

ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের অষ্টম দফা আলোচনা আজ (সোমবার) বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুরু হচ্ছে। চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনকে নিয়ে গঠিত পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান গত এপ্রিল মাস থেকে এই আলোচনা চালিয়ে যাচ্ছে।

ভিয়েনা সংলাপে যোগ দিতে আজ সকালে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান আলোচক আলী বাকেরি-কানি ভিয়েনা পৌঁছেছেন। ইরানে ভিয়েনা সংলাপকে ‘নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা’ বলে অভিহিত করা হচ্ছে; কারণ, ২০১৮ সালে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছিল। ভিয়েনা সংলাপ সফল হলে সেসব নিষেধাজ্ঞা আবার তুলে নিতে হবে।

আমেরিকা ২০১৮ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এটি নিয়ে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তার নিরসন করে ওই সমঝোতাকে আবার পুরোপুরি কার্যকর করার লক্ষ্যে এই সংলাপ চলছে।

সোমবার বিকেলে শুরু হচ্ছে আলোচনা

গত এপ্রিল থেকে জুন পর্যন্ত ইরানের সাবেক হাসান রুহানি সরকার পাশ্চাত্যের সঙ্গে ছয় দফা আলোচনা করে। এরপর জুন মাসের নির্বাচনে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি একই আলোচনা গত ২৯ নভেম্বর শুরু করেন। সেটি ছিল সপ্তম দফা সংলাপ। এরপর আজ থেকে অষ্টম দফা আলোচনা শুরু হচ্ছে।

ইরানের নির্ভরযোগ্য একটি সূত্রটি বলেছে, সপ্তম দফা সংলাপে ‘সামগ্রিক কিছু বিষয়’ নিয়ে আলোচনা হয়েছে এবং এবারের আলোচনায় একটি সম্ভাব্য চুক্তির বিষয়বস্তু নিয়ে কথা হবে।এটি আরো বলেছে, যদি প্রতিপক্ষ চুক্তির বিষয়বস্তু নিয়ে কথা বলতে চায় তাহলে আমরাও সামনের দিকে অগ্রসর হতে রাজি আছি।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।