ভিয়েনায় আলোচনা চলছে: বর্তমান পরিবেশকে ইতিবাচক বলছেন প্রতিনিধিরা
-
ভিয়েনা বৈঠক
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তেহরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে চার যোগ এক গ্রুপের সঙ্গে ইরানের অষ্টম দফা পরমাণু আলোচনা গতকাল থেকে শুরু হয়েছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপ প্রধান কর্মকর্তা এনরিক মোরা বৈঠকে উপস্থিত রয়েছেন।
পরমাণু সমঝোতা বিষয়ক এ যৌথ কমিশনের বৈঠকে উপস্থিত সব দেশের প্রতিনিধিরা আগের সাত দফা আলোচনাকে সফল হিসেবে অভিহিত করে বলেছেন, এই ইতিবাচক পরিবেশ সংলাপকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। গতকাল যৌথ কমিশনের বৈঠক শেষে রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ নতুন এ আলোচনাকে বাস্তব ফলাফল কেন্দ্রিক হিসেবে অভিহিত করে বলেছেন, বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা আরো বেশি আন্তরিকতার সাথে একটি খসড়া নীতিমালা তৈরির চেষ্টা করছে যাতে দ্রুততম সময়ে নতুন করে সমঝোতায় পৌঁছানো যায়।
পাশ্চাত্যের সঙ্গে ইরানের আলোচনায় মধ্যস্থতাকারী এনরিক মোরা সোমবারের বৈঠক শেষে বলেছেন, সংলাপে ইতিবাচক পরিবেশ বিরাজ করছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভিয়েনা সংলাপে একটি চুক্তিতে পৌঁছা সম্ভব হবে। তিনি বলেন, সব পক্ষ ইতিবাচক মনোভাব দেখালে কয়েক মাসের প্রয়োজন হবে না বরং কয়েক সপ্তাহের মধ্যে একটি চুক্তিতে পৌঁছা সম্ভব হবে।
এর আগে অনুষ্ঠিত আলোচনার তিন মাস পর ইরান এবার নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে সুস্পষ্ট প্রস্তাব নিয়ে ভিয়েনা আলোচনায় যোগ দিয়েছে যাতে কার্যকরভাবে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে ইরানও পরমাণু সমঝোতা বাস্তবায়ন শুরু করতে পারে। দায়িত্বশীল দেশ হিসেবে ইরান জানিয়েছে, আমেরিকা অন্যায়ভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে এবং ইউরোপের তিনটি দেশও মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে কোনো পদক্ষেপই নেয়নি। এ অবস্থায় ইরানের স্পষ্ট বক্তব্য হচ্ছে অবশ্যই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং আমেরিকা সত্যিই নিষেধাজ্ঞা তুলে নিল কিনা তা যাচাই বাছাই করেই ইরান তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি বলেছেন, ভিয়েনা সংলাপ ফলপ্রসূ হওয়ার চাবিকাঠি হচ্ছে ইরানের ওপর থেকে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে সমঝোতায় পৌঁছানো। তিনি বলেন, এবারের বৈঠকে অন্য পক্ষগুলো বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপ প্রধান কর্মকর্তা এনরিক মোরা একথা স্বীকার করেছেন যে, সপ্তম দফা বৈঠকে আলোচনা অনেক দূর এগিয়েছে এবং আরো সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য একটি অবকাঠামো তৈরি হয়েছে।
এতে কোনো সন্দেহ নেই যে, বর্তমানে ভিয়েনা বৈঠকে অংশগ্রহণকারীরা এটা মেনে নিয়েছেন যে ইরানের পক্ষ থেকে উত্থাপিত দুটি প্রস্তাব অর্থাৎ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। বর্তমানে এটাই আলোচনার প্রধান বিষয়বস্তু। ইরান মনে করে পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার বিষয়টি নির্ভর করছে পুরোপুরি আমেরিকার ওপর। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।