রেডিও তেহরান 'ফেসবুক শেয়ারার পুরস্কার-২০২২'-এর ঘোষণা
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বা আইআরআইবি’র বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) গত বছরের মতো এবারো ফেসবুক শেয়ারার পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রেডিও তেহরানের লাইভ স্ট্রিমিং ও পার্সটুড ডটকম’র সংবাদ/অনুষ্ঠানের লিংক বিভিন্ন গ্রুপ, পেইজ ও টাইমলাইনে শেয়ারের ভিত্তিতে চলতি ২০২২ সালে ১২ জনকে পুরস্কৃত করা হবে। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত শেয়ারের সংখ্যা একত্র করে জুলাই মাসে শীর্ষে থাকা ছয় জনকে বিজয়ী ঘোষণা করা হবে। আর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে সর্বাধিক শেয়ারকারীদের মধ্যে থেকে শীর্ষ ছয় জনকে বিজয়ী করা হবে ২০২৩ সালের জানুয়ারিতে। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ও সনদ।
নিয়মাবলি:
- প্রতি মাসে কে কতটি শেয়ার করেছেন তা ইমেইলের মাধ্যমে আমাদেরকে জানাতে হবে।
- শেয়ার করতে হবে আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে। পেইজের ঠিকানা: www.facebook.com/IRIBBangla
- মাসের নাম উল্লেখপূর্বক শেয়ারের সংখ্যা সংখ্যাতে হবে এই ইমেইলে- [email protected]
- ইমেইলে সাবজেক্টের স্থানে 'ফেসবুক শেয়ারার পুরস্কার-২০২২' লিখতে হবে।
পার্সটুডে/আশরাফুর রহমান/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।