শ্রোতাদের মতামত
‘সুখের নীড় অনুষ্ঠানটি সত্যিকারার্থেই আমাদের সুখের ঠিকানা দিচ্ছে’
জনাব, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ১৬ জানুয়ারি, রোববার প্রচারিত অনুষ্ঠানগুলো হল- বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, আসমাউল হুসনা, কথাবার্তা ও সুখের নীড়। এদিন প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই ভালো লেগেছে। তবে অধিক ভালো লেগেছে নতুন অনুষ্ঠান ‘সুখের নীড়’।
‘সুখের নীড়’ ইসলামি ও ইরানি পরিবার বিষয়ক নতুন ধারাবাহিক। এর তৃতীয় পর্ব উপস্থাপনায় ছিলেন আখতার জাহান ও নাসির মাহমুদ। গত দুটি আসরের মত এ আসরও আমাদের খুব ভালো লেগেছে।
তৃতীয় পর্বের মূল বক্তব্য হল- বিয়ে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই বিয়ের জন্য প্রস্তুতি নেয়া জরুরি। বিয়ের প্রধান উদ্দেশ্য হল, মানসিক প্রশান্তি লাভ করা। অনেকে বিয়ের পাত্র-পাত্রী বাছাইয়ের ক্ষেত্রে বাহ্যিক সৌন্দর্যকে গুরুত্ব দেন। অথচ সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে পাত্র-পাত্রীর মধ্যে যদি ব্যাপক ব্যবধান থাকে তাহলে বিয়ের পর তারা সুখ ও নিরাপত্তা অনুভব করবে না। আবার পাত্র বা পাত্রীর মধ্যে সবগুলো গুণ খুঁজতে গেলে তাদের বিয়ে বিলম্বিত হওয়ার শংকা থাকে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বিয়ের পর স্বামী বা স্ত্রী যেন অপরজনের কাছ থেকে বৈপ্লবিক পরিবর্তন আশা না করেন। তাই সামাজিক ও সাংস্কৃতিক ব্যবধান কম, তেমন পরিবারের মধ্যেই আত্মীয়তা হওয়া বাঞ্চনীয়। ধার্মিক পরিবারের কারো উচিত হবে না কোন অধার্মিক পরিবারে সম্পর্ক স্থাপন করা। কেননা, বিয়ের পর লাইফ স্টাইলে পরিবর্তন না আসলেও কিছু করার থাকে না।
সেজন্য ইসলাম ধর্ম সামাজিক, সাংস্কৃতিক, ঈমান ও ধর্মীয় বিষয়ে বর-কনের পরিবার সমকক্ষ বা সমশ্রেণির কিনা তা আগেই যাচাই করে দেখতে বলে। ইসলামের দৃষ্টিতে কুফু মানে সম্পদের সমান মর্যাদা নয়, বরং ঈমান ও আকিদায় সমান। পবিত্র কুরআনের সূরা নুরের ২৬ নম্বর আয়াতের একাংশে বলা হয়েছে, পবিত্র নারীরা পবিত্র পুরুষের উপযুক্ত, পবিত্র পুরুষেরা পবিত্র নারীর জন্য।
পরিশেষে বলতে চাই- ‘সুখের নীড়’ সত্যিকারার্থেই আমাদের সুখের ঠিকানার সন্ধান দিচ্ছে। এমন একটি চমৎকার অনুষ্ঠান প্রচার করে রেডিও তেহরান মানুষকে সচেতন করছে, সুখের নীড় গড়ে তুলতে সাহায্য করছে। সেজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
ধন্যবাদান্তে,
শরিফা আক্তার পান্না
অর্থ-সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ
২০৬/১ খড়ম পট্টি, কিশোরগঞ্জ- ২৩০০, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।