ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেল ইরান
(last modified Thu, 27 Jan 2022 16:52:04 GMT )
জানুয়ারি ২৭, ২০২২ ২২:৫২ Asia/Dhaka

ইরানের জাতীয় ফুটবল দল তাদের বাছাই পর্বের শেষ খেলায় প্রতিদ্বন্দ্বী ইরাককে ১-০ গোলে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। এ নিয়ে ইরান ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ফুটবল খেলার যোগ্যতা অর্জন করল।

৪৮ মিনিটের মাথায় খেলার একমাত্র গোলটি করেন মাহদি তারেমি। আজকের খেলায় জয়লাভের মাধ্যমে ইরান বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় নিজ গ্রুপে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়। অন্যদিকে ইরাক আজকের পরাজয়ের মাধ্যমে পঞ্চম স্থানে থেকে যায়।

তেহরানের আজাদি স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় ম্যাচটি শুরু হয়।  ৪৮ মিনিটের মাথায় খেলার একমাত্র গোলটি করেন মাহদি তারেমি। আজকের খেলায় জয়লাভের মাধ্যমে ইরান বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় নিজ গ্রুপে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়। অন্যদিকে ইরাক আজকের পরাজয়ের মাধ্যমে পঞ্চম স্থানে থেকে যায়।

আজকের এই জয়ের ফলে ১৪তম দল হিসেবে এবং এশিয়ার দেশগুলোর মধ্যে সবার আগে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল ইরান। 

সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

এদিকে, ইরানের এই গৌরবোজ্জ্বল সাফল্যের পর এক প্রতিক্রিয়া প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা, ইরানি ফুটবল দল, কোচিং স্টাফ ও ইরানি জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

অন্যদিকে, ইরাককে হারানোর পর ইরানের রাজধানী তেহরানসহ সারা দেশে মানুষ আনন্দ প্রকাশ করতে রাস্তায় নেমে আসে। তেহরানের রাস্তায় রাস্তায় শিশু-কিশোর, তরুণ-তরুণী এমনকি বয়স্করাও উল্লাস প্রকাশ করেন। রেডিও-টেলিভিশনে ইরানি ফুটবল দলের প্রশংসা করে আলোচনা, বিশেষ সঙ্গীতানুষ্ঠানও প্রচার করা হয়।

ইরানের জাতীয় ফুটবল দলের বর্তমান কোচের নাম ড্রাগান স্কোচিচ। ক্রোয়েশিয়ান এই ফুটবলারের তত্ত্বাবধানে ইরানের জাতীয় দল বিগত ১৪ ম্যাচের ১৩টিতে জয়ী হয় ও একটি খেলা ড্র করে।

ইরান ১৯৪৮ সাল থেকে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্য হিসেবে রয়েছে। দেশটি ১৯৭৮ প্রথম ফিফা বিশ্বকাপে অংশ নেয়। এরপর ১৯৯৮, ২০০৬, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলে। বর্তমানে ফিফা র‍্যাংকিং-এ ইরানের অবস্থান ২১-এ।# 

পার্সটুডে/এমএমআই/এআর/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ