বিশ্বকাপ কারাতে প্রতিযোগিতায় রানার আপ ইরানের পুরুষ দল
পার্সটুডে-কারাতে বিশ্বকাপের রানার্সআপ শিরোপা জিতেছে ইরানের পুরুষ দল।
প্রথম বিশ্বকাপে প্রতিযোগিতায় কারাতে ইরানের পুরুষ দল কমিটি রানার আপ হয়েছে। পার্সটুডে আরও জানিয়েছে, স্পেনে আয়োজিত ওই প্রতিযোগিতায় ৪৩টি দেশের ৮০টি দলের ৩৮৮ কারাতে খেলোয়োড়ের মধ্যে কুমি এবং কাতা ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা হয়।
বিশ্ব কারাতে প্রতিযোগিতা এর আগে চ্যাম্পিয়নশিপের ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হতো। কিন্তু এ বছর থেকে এটি আলাদাভাবে অনুষ্ঠিত হবে। সে কারণে স্প্যানিশ বিশ্বকাপ কারাতে প্রতিযোগিতায় 'প্রথম রাউন্ড' শব্দটি ব্যবহার করা হয়েছে।
পুরুষদের গ্রুপে ইরানের জাতীয় দল ইতালি, অস্ট্রেলিয়া, মেসিডোনিয়া এবং ক্রোয়েশিয়াকে পরাজিত করে তাদের গ্রুপে প্রথম স্থান অধিকার করে কোয়ার্টার ফাইনালে উঠেছে।
তারপর ইরানী দল স্লোভাকিয়ার বিরুদ্ধে জয়লাভ করে সেমিফাইনালে পৌঁছে এবং এ পর্যায়েও তারা তাদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এশিয়ান চ্যাম্পিয়ন জাপানের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয়লাভ করে ফাইনালে উঠে যায়।
শাহরাম হেরাভির নেতৃত্বে ইরানী দল বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য ফাইনালে মিশরের মুখোমুখি হয় এবং শেষ পর্যন্ত রানার আপ এবং রৌপ্য পদক জেতে।#
পার্সটুডে/এনএম/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।