ভিয়েনা সংলাপের অপেক্ষায় ইরানের অর্থনীতি ঝুলে থাকবে না: রায়িসি
(last modified Tue, 08 Feb 2022 04:30:38 GMT )
ফেব্রুয়ারি ০৮, ২০২২ ১০:৩০ Asia/Dhaka
  • সোমবার তেহরানে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ করেন ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী
    সোমবার তেহরানে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ করেন ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার প্রশাসন দেশের অর্থনীতিকে ভিয়েনা সংলাপের ফলাফল আসার অপেক্ষায় ঝুলিয়ে রাখেবে না। তিনি গতকাল (সোমবার) ইরান সফররত ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তোর সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে ইরান বর্তমানে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে। ২০১৮ সালে ওই সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গেলে এটি নিয়ে চরম অচলাবস্থা সৃষ্টি হয় এবং তা কাটিয়ে ওঠার জন্যই ভিয়েনায় সংলাপ চলছে।

এ প্রসঙ্গে রায়িসি বলেন, “আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেই কেবল একটি চুক্তির সম্ভাবনা তৈরি হবে। ইরান এখন পর্যন্ত প্রমাণ করেছে যে, সে প্রতিশ্রুতি রক্ষা করে; কিন্তু এর অর্থ এই নয় যে, আমরা ভিয়েনা সংলাপ থেকে ফলাফল বেরিয়ে আসার অপেক্ষায় আমাদের অর্থনীতিকে ঝুলিয়ে রাখব।” 

ইরানের প্রেসিডেন্ট বলেন, মার্কিনিরা পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে এবং ইউরোপীয়রা তাদের প্রতিশ্রুতি পালন করেনি। তিনি বলেন, ইরানের ওপর আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি চরমভাবে ব্যর্থ হয়েছে। 

রায়িসি ইউরোপীয় দেশগুলোকে আমেরিকার প্রভাবমুক্ত হয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করার আহ্বান জানিয়ে বলেন, আমেরিকা এমন কোনো দেশ নয় যার ওপর নির্ভর করা যায়। যে দেশের সরকার বড় বড় আন্তর্জাতিক চুক্তি থেকে বেরিয়ে যায় তার ওপর বুদ্ধিমানরা নির্ভর করে না বলেও তিনি মন্তব্য করেন। 

প্রেসিডেন্ট রায়িসি ফিনল্যান্ডের সঙ্গে তার দেশের সম্পর্ককে ঐতিহাসিক আখ্যায়িত করে বলেন, তৃতীয় কোনো দেশের সঙ্গে ফিনল্যান্ডের সম্পর্কের কারণে তেহরান ও হেলসিংকির সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয়।

সাক্ষাতে হাভিস্তো ইরানের সঙ্গে ফিনল্যান্ডের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৯০তম বার্ষিকীকে স্মরণ করেন।তিনি বলেন, দুদেশের সম্পর্ককে শক্তিশালী করার প্রচুর ক্ষেত্র ও সুযোগ রয়েছে এবং এগুলোকে কাজে লাগানো উচিত। আমেরিকা পরমাণু সমঝোতা লঙ্ঘন করায় অসন্তোষ প্রকাশ করেন ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ