মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা
ইরানের উন্নতিতে বিমুগ্ধ মালয়েশিয়ার মন্ত্রী
৪৩ বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞা এবং শত্রুতা সত্ত্বেও ইরানের উন্নতি দেখে মুগ্ধ হয়েছেন মালয়েশিয়ার প্লান্টেশন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমোডিটিস বিষয়ক মন্ত্রী জুরাইদা কমরউদ্দিন। ইরানের ইসলামী বিপ্লবের ৪৩তম বার্ষিকী উদযাপনের মধ্যে তেহরান সফরে গিয়ে তিনি তার এই মুগ্ধতার কথা জানিয়েছেন।
জুরাইদা কমরউদ্দিন বলেন, "নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান এমন টেকসই উন্নয়ন করতে সক্ষম হয়েছে যা দেখে আমি খুবই মুগ্ধ এবং এটি প্রমাণ করছে যে, ইরানের জনগণ শক্তিশালী অবস্থানে রয়েছে এবং যেকোনো নিপীড়ন রুখে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ ও দৃঢ় প্রতিজ্ঞ।" ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন প্রেস টিভির এক অনুষ্ঠানে তিনি তাঁর এই অনুভূতির কথা জানান।
জুরাইদা কমরউদ্দিন বলেন, "আল্লাহর প্রশংসা গত ৪৩ বছর ধরে ইরান সরকার ভালোভাবে দেশ পরিচালনা করতে পেরেছে।"
বিপ্লব বার্ষিকী উপলক্ষে বিদেশী অতিথিদের ইরান সফর প্রসঙ্গে মালয়েশিয়ার এ মন্ত্রী বলেন, ইরান তার দ্বার উন্মুক্ত করে এবং বিশ্বের বিভিন্ন দেশের কর্মকর্তাদেরকে সফরের সুযোগ দিয়ে সঠিক কৌশল গ্রহণ করেছে। এটি ইরানের জন্য ভালো একটি পদক্ষেপ কারণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা কর্মকর্তাদের মাধ্যমে আমেরিকার কাছে ইরান এই বার্তা দিতে পারবে যে, তেহরানের প্রতি এসব দেশের সমর্থন রয়েছে।
ইরানের ওপর আমেরিকার আরোপ করা নিষেধাজ্ঞার সমালোচনা করে তিনি বলেন, আমেরিকার দেখানো পথ তারা অনুসরণ করতে পারেন না।#
পার্সটুডে/এসআইবি/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন