ইরানে বিজয় দিবস উদযাপনকে যেভাবে দেখছে মার্কিন মিডিয়া
https://parstoday.ir/bn/news/iran-i103682
ইরানে আজ (শুক্রবার) ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উদযাপিত হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে বিজয় বার্ষিকীর নানা কর্মসূচিতে লোকজন অংশ নিচ্ছেন। ইরানে বিপ্লব বার্ষিকী উদযাপন নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস বা এপি'র বিশ্লেষণেও ওঠে এসেছে সাড়ম্বরে বিজয় উদযাপনের চিত্র।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২২ ১৫:০৮ Asia/Dhaka

ইরানে আজ (শুক্রবার) ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উদযাপিত হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে বিজয় বার্ষিকীর নানা কর্মসূচিতে লোকজন অংশ নিচ্ছেন। ইরানে বিপ্লব বার্ষিকী উদযাপন নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস বা এপি'র বিশ্লেষণেও ওঠে এসেছে সাড়ম্বরে বিজয় উদযাপনের চিত্র।

এপি লিখেছে, ইরানজুড়ে বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে হাতে ছিল জাতীয় পতাকা। পতাকা হাতে তারা 'ইসরাইল ধ্বংস হোক', আমেরিকা নিপাত যাক' শ্লোগান দিয়েছেন।

 

বার্তা সংস্থাটি আরও লিখেছে, রাজধানী তেহরানের শোভাযাত্রায় হাজার হাজার গাড়ি ও মোটর সাইকেল অংশ নিয়েছে। করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা থাকায় গত বছরের মতো এবারও পদযাত্রায় মানুষের উপস্থিতি কম ছিল। কিন্তু মোটর শোভাযাত্রায় মানুষের সরব উপস্থিতি ছিল। সবাই ইসলামী বিপ্লবের পক্ষে শ্লোগান দিচ্ছিল। অনেকের হাতে আমেরিকা ও ইসরাইল বিরোধী প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল।

 

তেহরানসহ কয়েকটি শহরে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি। এ কারণে এসব শহরকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। রেড জোন হিসেবে চিহ্নিত শহরগুলোতে বিজয় উৎসব মোটর শোভাযাত্রার মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। তেহরানও রেড জোনের মধ্যে পড়েছে।

মার্কিন এই বার্তা সংস্থা আরও লিখেছে, ইরানে এ বছর এমন সময় বিপ্লব বার্ষিকী উদযাপিত হচ্ছে যখন ভিয়েনায় ইরানের সঙ্গে ৪+১ গ্রুপের আলোচনা চলছে। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়েই এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। আমেরিকার সবচেয়ে প্রভাবশালী এই বার্তা সংস্থাকে উদ্ধৃত করে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম ইরানে ইসলামী বিপ্লবের বিজয় দিবস উদযাপনের খবরটি প্রকাশ করেছে।#    

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।