যেকোনে অবৈধ আকাশযানকে ভূপাতিত করা হবে: ইরানের হুঁশিয়ারি
(last modified Sat, 12 Feb 2022 05:35:39 GMT )
ফেব্রুয়ারি ১২, ২০২২ ১১:৩৫ Asia/Dhaka
  • ইরানের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (ফাইল ছবি)
    ইরানের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (ফাইল ছবি)

ইরানের আকাশসীমায় ঢুকে পড়া যেকোনো অবৈধ যানকে গুলি করে ভূপাতিত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন একজন সিনিয়র সেনা কমান্ডার। তিনি বলেছেন, ইরানের আকাশসীমায় কোনো অবৈধ আকাশযান বা বস্তুকে প্রশ্রয় দেয়া হবে না।

ইরানের পশ্চিমাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী আসাদি শুক্রবার বিপ্লব বার্ষিকী উপলক্ষে হামেদান শহরে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। 

বিগত বছরগুলোতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভূমিকা তুলে ধরে ব্রিগেডিয়ার আসাদি বলেন, “ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এদেশের আকাশসীমায় কোনো অবৈধ আকাশযানকে অনুপ্রবেশ করতে দেবে না এবং অনুপ্রবেশ করলে তাকে সমুচিত শিক্ষা দেবে।”

ইরানের এই সিনিয়র সেনা কমান্ডার বলেন, ইরানি জনগণ এমন এক মহান নেতার নেতৃত্বে বিপ্লব করেছিল যিনি এদেশের জনগণকে বিশ্ববাসীর সামনে সম্মানের আসনে বসিয়েছেন এবং বিদেশ-নির্ভরতার মূলে আঘাত হেনেছেন।

তিনি বলেন, ইসলামি ইরানের স্থপতির স্বনির্ভর হওয়ার সেই মূলনীতির আলোকে এদেশের সশস্ত্র বাহিনী গঠিত হয়েছে এবং আত্মরক্ষার দিক দিয়ে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১২

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।