ভিয়েনায় সম্ভাব্য চুক্তির খসড়া নিয়ে গণমাধ্যমের খবর নাকচ করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i104000-ভিয়েনায়_সম্ভাব্য_চুক্তির_খসড়া_নিয়ে_গণমাধ্যমের_খবর_নাকচ_করল_ইরান
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান সংলাপের সম্ভাব্য চুক্তির খসড়া সংক্রান্ত যে খবর পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাকে গুজব বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, পরমাণু সমঝোতায় আমেরিকাকে ফিরতে দেয়ার যে চুক্তি হবে তার সঙ্গে গুজবে সমৃদ্ধ ও বিকৃত যে খবর প্রচার করা হয়েছে তার আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ০৭:২৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান সংলাপের সম্ভাব্য চুক্তির খসড়া সংক্রান্ত যে খবর পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাকে গুজব বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, পরমাণু সমঝোতায় আমেরিকাকে ফিরতে দেয়ার যে চুক্তি হবে তার সঙ্গে গুজবে সমৃদ্ধ ও বিকৃত যে খবর প্রচার করা হয়েছে তার আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার রাতে এক খবরে দাবি করে, তারা ভিয়েনা সংলাপের চূড়ান্ত চুক্তির ২০ পৃষ্ঠা সম্বলিত খসড়া হাতে পেয়েছে। ওই চুক্তিতে উভয় পক্ষ কি কি পদক্ষেপ নেবে তা রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে এবং বার্তা সংস্থাটি তার কয়েকটি উল্লেখও করেছে।এটি দাবি করেছে, প্রাথমিকভাবে ইরানে আটক কয়েকজন মার্কিন বন্দিকে ছেড়ে দেয়ার বিনিময়ে দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া ইরানের ৫০০ কোটি ডলার অর্থ দেশে ফিরিয়ে আনার সুযোগ দেয়া হবে।

খাতিবজাদে এ ধরনের গুজব নিয়ে খবর রচনা করাকে ‘অত্যন্ত বিপজ্জনক’ কাজ হিসেবে অভিহিত করে বলেন, ভিয়েনা সংলাপ যত সামনের দিকে অগ্রসর হবে ততই এ ধরনের গুজব প্রকাশের পরিমাণ বেড়ে যাবে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত বছরের এপ্রিল থেকে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ চলছে। এ পর্যন্ত ইরানের পক্ষ থেকে ছাড় দেয়ার কারণে সংলাপে যথেষ্ট অগ্রগতি অর্জিত হয়েছে। কিন্তু পশ্চিমা দেশগুলোর কালক্ষেপণ বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গড়িমসির কারণে ভিয়েনা সংলাপে চূড়ান্ত চুক্তি করা সম্ভব হচ্ছে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের পক্ষ থেকে ছাড় দেয়ার কারণে ভিয়েনায় একটি চুক্তির সম্ভাবনা দেখা দিলেও বিষয়টি চূড়ান্তভাবে নির্ভর করছে এ ব্যাপারে পশ্চিমা দেশগুলোর ‘দায়িত্বশীল আচরণের’ ওপর। তিনি গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে টেলিফোনালাপের পর এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।