ফেব্রুয়ারি ১৮, ২০২২ ০৯:৫৬ Asia/Dhaka
  • ইরানের উপ স্বাস্থ্যমন্ত্রী ইউনুস পানাহি
    ইরানের উপ স্বাস্থ্যমন্ত্রী ইউনুস পানাহি

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের বিরুদ্ধে কার্যকর টিকা উৎপাদনের খবর দিয়েছেন ইরানের উপ স্বাস্থ্যমন্ত্রী ইউনুস পানাহি। তিনি গতকাল (বৃহস্পতিবার) তেহরানে বলেছেন, আগামী সপ্তাহে এই টিকার ক্লিনিকাল ট্রায়াল শুরু হবে।

এর আগে ২০২১ সালে ইরানে তৈরি হয় করোনাভাইরাসের কার্যকর টিকা কোভ-ইরান বারাকাত। শেফাফারমেদ ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ এই টিকা তৈরি করে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ২০২১ সালের ২৫ জুন এই টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।

সম্প্রতি শেফাফারমেদ ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ অমিক্রনের জন্য কার্যকর টিকা আবিস্কার এবং পশুর দেহে এটি প্রয়োগের খবর দিয়েছিল। ইরানে করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত হওয়ার এক মাসের মাথায় এই টিকা তৈরির খবর দেয় শিল্প গ্রুপটি।  পশুর দেহে এই টিকার শতভাগ কার্যকারিতা প্রমাণিত হয়েছে এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও ধরা পড়েনি।  পশুর দেহে এই টিকা অমিক্রনের বিরুদ্ধে কার্যকরভাবে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে। #

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ