মার্চ ০১, ২০২২ ১৪:২৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশ পাশ্চাত্যের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত থাকলেও সেজন্য চিরকাল অপেক্ষা করবে না। ইরান ভিয়েনা সংলাপে নিজের অবস্থান কঠোর করে রেখেছে এবং এ অবস্থা অব্যাহত থাকলে আমেরিকা ওই আলোচনা থেকে নিজেকে প্রত্যাহার করে নেবে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুমকি দেয়ার পর খাতিবজাদে এ মন্তব্য করেন।

তিনি আজ (মঙ্গলবার) সকালে নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, আমেরিকা বহু বছর আগে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে। কাজেই এ বিষয়টি নিশ্চিত করতে হবে যে, সে আবার ঠুনকো অজুহাতে নিজেকে প্রত্যাহার করে নেবে না।

বাগাড়ম্বর ও হম্বিতম্বি দেখিয়ে এ পর্যন্ত কোনো ফল পাওয়া যায়নি এবং ভবিষ্যতেও যাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, বিশ্বের প্রতিটি দেশের হাতেই একাধিক বিকল্প থাকে; যদিও আমেরিকার এরকম বিকল্পের অসারতা এর আগে বহুবার প্রমাণিত হয়েছে।

খাতিবজাদে বলেন, আমেরিকা যদি এখন তার কঠিন সিদ্ধান্তটি নিয়ে নেয় তাহলে এখনই চুক্তি সম্ভব কিন্তু তার জন্য ইরান চিরকাল অপেক্ষা করবে না।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া ও চীনকে নিয়ে গঠিত পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক সংলাপ চলছে। ২০১৫ সালে স্বাক্ষরিত ওই সমঝোতা থেকে ২০১৮ সালে আমেরিকা বেরিয়ে যাওয়ার কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসনের লক্ষ্যে এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। আমেরিকা এ আলোচনায় পরোক্ষভাবে অংশগ্রহণ করছে। ইরান বলেছে, দেশটির পক্ষ থেকে ছাড় দেয়ার কারণে ভিয়েনা সংলাপে অগ্রগতি হয়েছে এবং এখন আমেরিকার পালা। মার্কিন সরকার ছাড় দিলেই এখন পাশ্চাত্যের সঙ্গে ইরানের একটি চুক্তি সম্ভব।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ