‘ইরান ও আরব দেশগুলোর সম্পর্ক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করবে এ অভিযোগ’
https://parstoday.ir/bn/news/iran-i105052-ইরান_ও_আরব_দেশগুলোর_সম্পর্ক_উন্নয়নের_পথে_বাধা_সৃষ্টি_করবে_এ_অভিযোগ’
আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের সর্বশেষ ইরানবিরোধী অভিযোগ নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, এ ধরনের পুনরাবৃত্তিমূলক অভিযোগ তার দেশের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১১, ২০২২ ১০:২৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের সর্বশেষ ইরানবিরোধী অভিযোগ নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, এ ধরনের পুনরাবৃত্তিমূলক অভিযোগ তার দেশের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

আরব লীগের কথিত চতুর্পক্ষীয় কমিটির পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার কায়রোয় প্রকাশিত এক বিবৃতিতে ইরানকে আঞ্চলিক দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপসহ আরো কিছু বিষয়ে অভিযুক্ত করেন। এর প্রতিক্রিয়ায় ইরানের এই মুখপাত্র আরব দেশগুলোর সঙ্গে তার দেশের ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে এসব দেশকে আলোচনায় বসার আহ্বান জানান।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরকে নিয়ে গঠিত কথিত চতুর্পক্ষীয় কমিটি বুধবার কায়রোয় প্রকাশিত এক বিবৃতিতে দাবি করে, ইরান আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং এসব দেশের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করে সাম্প্রদায়িক সংঘাত উসকে দিচ্ছে।

চার আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানকে আরব দেশগুলোর নিরাপত্তার জন্য হমকি হিসেবে বর্ণনা করেন। তারা দাবি করেন, পারস্য উপসাগরে অবস্থিত তুম্বে কুচাক, তুম্বে বোজোর্গ ও আবু মুসা নামক তিনটি দ্বীপ সংযুক্ত আরব আমিরাতের হলেও ইরান তা অবৈধধভাবে দখল করে রেখেছে।  

এসব অভিযোগের জবাবে খাতিবজাদে আরো বলেন, পারস্য উপসাগরের আলোচ্য তিনটি দ্বীপের মালিক ইরান। কাজেই সেখানে নিজের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার জন্য ইরান প্রয়োজনীয় সবকিছু করবে। #

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।