ইরানি প্রতিনিধিদল তেহরানে ফিরেছেন
ভিয়েনা সংলাপ স্থগিত: ‘বহিরাগত ফ্যাক্টরকে’ দায়ী বলল ইইউ
-
ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী ইরানি প্রতিনিধিদলর প্রধান ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি
ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় অংশগ্রহণকারী ইরানি প্রতিনিধিদল তেহরানে ফিরে এসেছে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল গতকাল (শুক্রবার) ওই আলোচনা স্থগিত হয়ে যাওয়ার কথা ঘোষণা করার পর ইরানি প্রতিনিধিদল তেহরানের উদ্দেশ্যে ভিয়েনা ত্যাগ করে।
জোসেপ বোরেল আলোচনা স্থগিত হয়ে যাওয়ার জন্য ‘বহিরাগত ফ্যাক্টর’কে দায়ী করেছেন। তিনি এক টুইটার বার্তায় লিখেছেন, “বহিরাগত ফ্যাক্টরের কারণে আপাতত ভিয়েনা আলোচনা স্থগিত রাখতে হচ্ছে।” তবে একইসঙ্গে তিনি একথাও বলেছেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনার চূড়ান্ত চুক্তির খসড়া প্রস্তুত রয়েছে।
ভিয়েনা আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে ইইউ।

বোরেলের টুইটার বার্তা প্রকাশিত হওয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এক প্রতিক্রিয়ায় বলেছেন, আলোচনার এই বিরতির ফলে অবশিষ্ট মতপার্থক্যগুলো নিরসন ও পরমাণু সমঝোতায় পরিপূর্ণভাবে প্রত্যাবর্তনের সুযোগ সৃষ্টি হবে। তিনি আরো বলেছেন, ভিয়েনা সংলাপে জড়িত সব পক্ষ একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে চায় এবং কোনো বহিরাগত ফ্যাক্টর এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গতকাল পর্যন্ত ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের অষ্টম দফা বৈঠক চলছিল। এতে আমেরিকা পরোক্ষভাবে অংশ নিয়েছে।আলোচনা যখন একটি চূড়ান্ত ফলাফলের দিকে যাচ্ছিল তখন এটি স্থগিত হয়ে যাওয়ার খবর দিল ইইউ।#
পার্সটুডে/এমএমআই/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।