তিন দশক আগে থেকে ইউক্রেনের চলমান যুদ্ধের বীজ বপণ করা হয়: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i105130-তিন_দশক_আগে_থেকে_ইউক্রেনের_চলমান_যুদ্ধের_বীজ_বপণ_করা_হয়_ইরান
বিশ্ব ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে এবং বিশ্ব নতুন খোলসে আবৃত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছে ইরান। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান সামরিক অভিযানের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৩, ২০২২ ০৯:৫২ Asia/Dhaka
  • ইউক্রেনে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ
    ইউক্রেনে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ

বিশ্ব ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে এবং বিশ্ব নতুন খোলসে আবৃত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছে ইরান। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান সামরিক অভিযানের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।

তিনি শনিবার বিদেশে অধ্যয়নরত ইরানি শিক্ষার্থী ও অধ্যাপকদের পনেরতম বার্ষিক সম্মেলনে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন।  ইরানের মাশহাদ শহরে অনুষ্ঠিত সম্মেলনে তিনি আরো বলেন, তিন দশক আগে থেকে ইউক্রেনের চলমান যুদ্ধের বীজ বপণ করা হলেও এর গোলাগুলি এতদিনে শুরু হয়েছে।  

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ব্যাপারে ইরান নিজের স্বাধীন পররাষ্ট্রনীতি অনুযায়ী অবস্থান গ্রহণ করেছে বলে তিনি মন্তব্য করেন। খাতিবজাদে বলেন, ইরান যেকোনো যুদ্ধের বিরোধী এবং গোটা বিশ্বকে গিলে ফেলার যে পরিকল্পনা আমেরিকা ও ন্যাটো নিয়েছে তা মেনে নিতে রাজি নয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।

ইরানের এই মুখপাত্র বলেন, তার দেশ যথেষ্ট শক্তিমত্তার অধিকারী এবং নিজের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করতে সব রকম চেষ্টা চালাবে। তিনি বলেন, ইরানের স্বার্থ নিয়ে যেমন কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না তেমনি ইরান কারো তাবেদারে পরিণত হবে না।

রাশিয়া গত কয়েক মাস ধরে পূর্ব ইউরোপে ন্যাটো জোটের বিস্তারের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে আসছিল। একইসঙ্গে আমেরিকা ও ন্যাটোর কাছে নিরাপত্তার গ্যারান্টি চেয়ে রাশিয়া বলেছিল, ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করা হবে না বলে লিখিত নিশ্চয়তা দিতে হবে।

কিন্তু আমেরিকা ও ন্যাটো জোট সেকরম কোনো গ্যারান্টি দিতে রাজি হয়নি বরং ইউক্রেনকে এই জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারে অনড় ছিল পাশ্চাত্য। এ অবস্থায় গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করে মস্কো।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।