ইরানের সর্বোচ্চ নেতার উপস্থিতিতে ক্বারি হামেদ শকেরনেজাদের মনোমুগ্ধকর তেলাওয়াত
(last modified Wed, 06 Apr 2022 14:33:21 GMT )
এপ্রিল ০৬, ২০২২ ২০:৩৩ Asia/Dhaka

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইরানি ক্বারি হামেদ শকেরনেজাদ গত ৩ এপ্রিল (১ রমজান) রাজধানী তেহরানে ইমাম খোমেনী (রহ.) হুসাইনিয়াতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর উপস্থিতিতে মনোমুগ্ধকর কুরআন তেলাওয়াত করেছেন।

ইরানের এই প্রসিদ্ধ ক্বারি সূরা মুহাম্মদের ৩৩ নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করেন। এরপর তিনি সুললিত কণ্ঠে সূরা ফাতহ-এর ১-৫ নম্বর আয়াত তেলাওয়াত করেন। তার সুললিত কণ্ঠে মনোরম তেলাওয়াতের প্রশংসা করেছেন সর্বোচ্চ নেতাসহ উপস্থিত সকলেই

অনুষ্ঠানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, এই মাসে আত্মাকে পরিশুদ্ধ করার পাশাপাশি মর্মার্থ উপলব্ধি করে পবিত্র কুরআন তেলাওয়াতের অপূর্ব সুযোগ সৃষ্টি হয়।

পবিত্র কুরআনকে বিশ্বনবী (সা.)-এর চিরন্তন মুজিযা উল্লেখ করে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, এই মহাগ্রন্থে সকল যুগের সকল মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক, আধ্যাত্মিক ও রাষ্ট্রীয় নির্বিশেষে সকল প্রয়োজন মেটানোর উপাদান রয়েছে। তিনি বলেন, কুরআনের শিক্ষা গ্রহণের জন্য পবিত্র আত্মা ও পরিশুদ্ধ অন্তরের প্রয়োজন যা তরুণ ও যুব সমাজের রয়েছে। সব বয়সের মানুষ বিশেষ করে তরুণ সমাজকে তিনি পবিত্র কুরআনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার আহ্বান জানান।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ