ইয়েমেনের ওপর থেকে অবরোধ পুরোপুরি তুলে নিন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i106348-ইয়েমেনের_ওপর_থেকে_অবরোধ_পুরোপুরি_তুলে_নিন_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইয়েমেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়টিকে স্বাগত জানিয়ে দেশটির ওপর থেকে অবরোধ পুরোপুরি তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি ইয়েমেনে মানবিক সাহায্য পাঠানোর পথ অবারিত করারও আহ্বান জানিয়েছেন। তিনি শুক্রবার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমাদ নাসের আস-সাবাহ’র সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৯, ২০২২ ০৫:৫৮ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইয়েমেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়টিকে স্বাগত জানিয়ে দেশটির ওপর থেকে অবরোধ পুরোপুরি তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি ইয়েমেনে মানবিক সাহায্য পাঠানোর পথ অবারিত করারও আহ্বান জানিয়েছেন। তিনি শুক্রবার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমাদ নাসের আস-সাবাহ’র সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।

কুয়েতের সঙ্গে আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করে আব্দুল্লাহিয়ান বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, উন্নতি ও অগ্রগতি নিশ্চিত করতে হলে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করার বিকল্প নেই। এ সময় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে ভিয়েনায় যে আলোচনা চলছে সে সম্পর্কেও মতবিনিময় করেন ইরান ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীরা।

শুক্রবার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ সম্প্রতি ঘোষণা করেন, ইয়েমেনের পদত্যাগকারী সরকার ও আগ্রাসী সৌদি জোট সানার সঙ্গে আলোচনায় দুই মাসের জন্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সম্মত হয়েছে। এই দুই মাসে সৌদি জোট ইয়েমেনে সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখবে এবং দেশটির ওপর আরোপিত অবরোধ সীমিত পরিমাণে তুলে নেবে।

আব্দুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোনালাপে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান যুদ্ধবিরতি স্থায়ী হবে এবং এর মাধ্যমে ইয়েমেন সংকট নিরসন হবে বলে তিনি আশা করছেন।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।