এপ্রিল ১২, ২০২২ ০৫:৫৮ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

ইরান ও আফগানিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার ব্যাপারে দুষ্টচক্র ও ষড়যন্ত্রকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে ওই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরান ও আফগানিস্তানের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে এবং গত কয়েক দশক ধরে লাখ লাখ আফগান অভিবাসী ইরানে সম্মানের সঙ্গে বসবাস করছেন।

গতকাল (সোমবার) আফগানিস্তানের রাজধানী কাবুলস্থ ইরান দূতাবাস ও দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে অবস্থিত ইরানি কনস্যুলেটের সামনে একদল দুর্বৃত্ত বিক্ষোভ দেখানোর পাশাপাশি ইরানি কূটনৈতিক মিশনগুলো লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

ইরানের অজ্ঞাত একটি স্থানে একাধিক আফগান অভিবাসীর সঙ্গে দুর্ব্যবহার করার ভিডিও আফগান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ার পর দেশটির জনগণের মধ্যে ইরান সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।এরপর ইরানি কূটনৈতিক মিশনগুলোতে হামলার ঘটনা ঘটল।

সাঈদ খাতিবজাদে বলেন, আফগানিস্তানে অবস্থিত ইরানি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা দেয়ার দায়িত্ব তালেবান সরকারের। কাজেই কাবুল ও হেরাতসহ আফগানিস্তানের অন্যান্য শহরে অবস্থিত ইরানি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা রক্ষার পূর্ণ ব্যবস্থা তালেবান সরকারকে করতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দুঃখজনকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিছু ভিডিও ক্লিপ ও কথাবার্তা ছড়িয়ে দেয়া হয়েছে। দু’দেশের জনগণের অনুভূতিতে আঘাত হানার লক্ষ্যে এ ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে। এ অবস্থায় দ্বিপক্ষীয় ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার জন্য ইরান ও আফগানিস্তানের সরকার ও জনগণকে দূরদৃষ্টি ও প্রজ্ঞার সঙ্গে কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

আফগানিস্তানে ইরানি কূটনৈতিক মিশনগুলোতে হামলা পরবর্তী ঘটনাবলী পর্যবেক্ষণের জন্য কাবুলস্থ আফগান দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে জানান খাতিবজাদে।#

র্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ