এপ্রিল ১৩, ২০২২ ০৫:৫০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

আফগানিস্তানের রাজধানী কাবুলস্থ ইরান দূতাবাস ও দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর হেরাত শহরের ইরানি কনস্যুলেটে হামলার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, ইরানি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা রক্ষা করা আফগানিস্তানের ক্ষমতাসীন সরকারের দায়িত্ব এবং তা পালন করতে তারা ব্যর্থ হয়েছে।

গত সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলস্থ ইরান দূতাবাস ও দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে অবস্থিত ইরানি কনস্যুলেটের সামনে একদল দুর্বৃত্ত বিক্ষোভ দেখানোর পাশাপাশি ইরানি কূটনৈতিক মিশনগুলো লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

ইরানের অজ্ঞাত একটি স্থানে একাধিক আফগান অভিবাসীর সঙ্গে দুর্ব্যবহার করার ভিডিও আফগান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ার পর দেশটির জনগণের মধ্যে ইরান সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।এরপর ইরানি কূটনৈতিক মিশনগুলোতে হামলার ঘটনা ঘটে।

কাবুলে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বাহাদুর আমিনিয়ান

বিষয়টি নিয়ে কথা বলতে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান মঙ্গলবার কাবুলে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বাহাদুর আমিনিয়ান ও হেরাতে নিযুক্ত ইরানি কনসাল জেনারেলের সঙ্গে আলাদা আলাদা ফোনালাপ করেন। তিনি বলেন, তার সাম্প্রতিক চীন সফরে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে তার কথা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানে ইরানি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা রক্ষার দায়িত্ব তালেবান সরকারের এবং এসব মিশনে হামলার ব্যাপারে তাদের জবাবদিহী করতে হবে। একইসঙ্গে তিনি ইরান ও আফগানিস্তানের যৌথ শত্রুদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রতিবেশী দু’টি দেশের সম্পর্ক যাতে কেউ ক্ষতিগ্রস্ত করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ