সব রকমের অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়িয়েছে ইরান
(last modified 2022-04-13T12:31:52+00:00 )
এপ্রিল ১৩, ২০২২ ১৮:৩১ Asia/Dhaka
  • তেলের দাম বাড়িয়েছে ইরান
    তেলের দাম বাড়িয়েছে ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরান তার সব রকমের অপরিশোধিত জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়িয়েছে। এসমস্ত তেল এশিয়া, ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং ইউরোপের দেশগুলোতে প্রধানত রপ্তানি করা হয়।

ইরানের জাতীয় তেল কোম্পানি ঘোষণা করেছে, এপ্রিল মাস থেকে এসব তেলের দাম ব্যারেল প্রতি গড়ে ৪.৩০ থেকে ৪.৫০ ডলার পর্যন্ত বাড়ানো হয়েছে।

ইরান তার লাইট ক্রুড অয়েল ব্যারেল প্রতি সাড়ে চার ডলার থেকে প্রিমিয়াম ক্রুডের জন্য ৯.২০ ডলার বাড়িয়েছে। অন্যদিকে হ্যাভি ক্রুড ও ফরোজানের জন্য ৪.৩০ ডলার থেকে হ্যাভি প্রিমিয়ামের জন্য ৭.৯৫ ও ৮.০৫ ডলার বাড়ানো হয়েছে। এছাড়া সরুশ গ্রেডের জন্য ৪.৪০ এবং সরুশ প্রিমিয়ামের জন্য ৪.৩০ ডলার বাড়ানো হয়েছে। ইরানের জাতীয় তেল কোম্পানি বলছে- এটি এযাবতকালের রেকর্ড মূল্য বৃদ্ধি।

ইরানের তেল বিক্রি বেড়েছে শতকরা ৪০ ভাগ

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। এ অবস্থায় আন্তর্জাতিক অঙ্গনের ক্রেতারা ইরানি তেলের জন্য দারুনভাবে অপেক্ষা করছেন।

ইরানের সরকারি কর্মকর্তারা বলছেন, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি বাড়ানোর জন্য নতুন ক্রেতা খুঁজে বের করছে। চলতি মাসে ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি জানিয়েছেন, ইরানের তেল উত্তোলন নিষেধাজ্ঞা পূর্ববর্তী পর্যায়ে পৌঁছেছে।#।

পার্সটুডে/এসআইবি/১৩

ট্যাগ