‘মূল পয়েন্টের সমাধান না হওয়া পর্যন্ত ইরান পরমাণু চুক্তি সই করবে না’
(last modified Mon, 18 Apr 2022 14:26:36 GMT )
এপ্রিল ১৮, ২০২২ ২০:২৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, যেসব প্রধান ইস্যুতে মতপার্থক্য রয়েছে সেগুলো নিয়ে সামগ্রিক মতৈক্য প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তেহরান নতুন করে পরমাণু চুক্তিতে সই করবে না। ইরানের পরমাণু সমঝোতা পুনর্বহাল ও দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইস্যু নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা চলছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন, “মূল বিষয়গুলো নিয়ে একমত না হওয়া পর্যন্ত আমরা কোনোকিছু নিয়েই একমত হব না।” এর মধ্যদিয়ে তিনি মূলত ভিয়েনা আলোচনায় অচলাবস্থার দিকে ইঙ্গিত করেছেন। এক বছরের বেশি সময় ধরে এ আলোচনা চলছে।

এনরিক মোরা

খাতিবজাদে বলেন, এখনো বেশকিছু ইস্যু অমীমাংসিত রয়েছে। এসব বিষয়ের সমাধান না হলে নতুন করে কোনো চুক্তি হবে না। তবে কিছু বিষয়ের সমোধান হলেই চুক্তি সম্ভব এবং তা অনেকটা নাগালের মধ্যে বলে তিনি উল্লেখ করেন।

খাতিবজাদে বলেন, পরামাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩‌১ নম্বর প্রস্তাবকে বিবেচনায় রেখেই নতুন চুক্তির দিকে এগুতে হবে। ভিয়েনা সংলাপের জন্য পরমাণু সমঝোতা ও নিরাপত্তা পরিষদের প্রস্তাব দুটিই গুরুত্বপূর্ণ মাপকাঠি। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপ প্রধান এনরিক মোরার মাধ্যমে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে বার্তা বিনিময় হয়েছে বলে খাতিবজাদে জানান।#

পার্সটুডে/এসআইবি/১৮