সরকারি সফরে ইরান পৌঁছেছেন গ্রিক প্রধানমন্ত্রী আলেক্স সিপার্স
(last modified Sun, 07 Feb 2016 07:30:53 GMT )
ফেব্রুয়ারি ০৭, ২০১৬ ১৩:৩০ Asia/Dhaka
  • সরকারি সফরে ইরান পৌঁছেছেন গ্রিক প্রধানমন্ত্রী আলেক্স সিপার্স

৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): গ্রিক প্রধানমন্ত্রী আলেক্স সিপার্স সরকারি সফরে গতরাতে ইরানের ঐতিহাসিক নগরী ইস্পাহানে পৌঁছেছেন এবং সেখানকার গভর্নর রাসুল জারগাপুর তাকে স্বাগত জানিয়েছেন। শক্তিশালী একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আলেক্স সির্পাস।

এ প্রতিনিধি দলে রয়েছেন গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস কোটাজিয়াস, পরিবেশ ও জ্বালানিমন্ত্রী পানাগিওটিস সুকাউরলেটিস, অর্থ, উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী স্টাথাকিস এবং উপ পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রিস মারডাসসহ ৫০ সদস্যের দল। এ দলে গ্রিসের শিল্পপতি এবং ব্যবসায়ীরাও রয়েছেন।

আজ শেষ বেলায় ইস্পাহান থেকে তেহরানে পৌঁছাবেন গ্রিক প্রধানমন্ত্রী। তেহরানে অবস্থানকালে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

তার এ সফরকালে ইরান ও গ্রিস বাণিজ্য, অর্থ, পর্যটন, সংস্কৃতি, গৃহায়ন, সড়ক নির্মাণ, কৃষি এবং ওষুধ শিল্প সম্পর্কিত চুক্তি সই করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।#

রেডিও তেহরান/সমর/৭

ট্যাগ