মে ১৫, ২০২২ ০৮:২২ Asia/Dhaka
  • ইরানের  প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি।
    ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি।

ইরানের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার কাজে গতি আনা হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি। তিনি বলেছেন, সশস্ত্র বাহিনীকে সব রকম সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে পৃষ্ঠপোষকতা করা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব এবং প্রেসিডেন্ট রায়িসির প্রশাসন এ কাজ শক্তিমত্তা ও দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাবে।

জেনারেল আশতিয়ানি শনিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালকদের এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে প্রতিরক্ষা শিল্পকে পৃষ্ঠপোষকতা দিতে সক্ষম সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা গ্রহণ করার পরিকল্পনা নিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।এ পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রতিরক্ষা শিল্পের দ্রুততর বিকাশ সম্ভব হবে।

ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার মাহদি ফারাহি

সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদনের জন্য ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব বহু কোম্পানি ও কারখানা রয়েছে। সেইসঙ্গে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ সরবরাহ করার জন্য ছয় হাজারেরও বেশি দেশীয় কোম্পানির সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয় চুক্তি সই করেছে।

ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার মাহদি ফারাহি এ সম্পর্কে বলেছেন, এসব চুক্তি স্বাক্ষরিত হওয়ার কারণে তার মন্ত্রণালয়ের সক্ষমতা ২০ গুণেরও বেশি বেড়ে গেছে।এছাড়া, ইরানের বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও এদেশের প্রতিরক্ষা শিল্পের বিকাশে সহযোগিতা করে যাচ্ছে বলে তিনি জানান।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ