মে ১৯, ২০২২ ০৫:৪৯ Asia/Dhaka
  • বুধবার তেহরানে সংবাদ সম্মেলন করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যালেনা দোহান
    বুধবার তেহরানে সংবাদ সম্মেলন করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যালেনা দোহান

ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের আরোপিত নিষেধাজ্ঞায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যালেনা দোহান। তিনি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।

চলতি মাসের গোড়ার দিকে ইরান সফরে এসে এদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব খতিয়ে দেখেন অ্যালেনা। সফরের শেষ পর্যায়ে বুধবার তেহরানে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব সম্পর্কে নিজের প্রত্যক্ষ করা অনুসন্ধান প্রতিবেদন তুলে ধরতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

বিশ্বের বলদর্পী ও দাম্ভিক শক্তিগুলো বিগত কয়েক দশক ধরে স্বাধীনচেতা দেশগুলোকে চাপে রাখার কৌশল হিসেবে নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ১৯৯০-এর দশকের গোড়ার দিক থেকে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নসহ অর্থনৈতিকভাবে উন্নত আরো কিছু দেশ ইরানসহ বিশ্বের বহু দেশের ওপর শত শত নিষেধাজ্ঞা আরোপ করেছে।

১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব হওয়ার পর থেকে এদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ শুরু হয় এবং এদেশের এমন কোনো খাত নেই যার ওপর পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করেনি।

জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যালেনা দোহান তেহরানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইরানের সকল খাতের ওপর থেকে বিশেষ করে খাদ্য, ওষুধ, পানি ও স্বাস্থ্য খাতের ওপর থেকে অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে আমেরিকার প্রতি আহ্বান জানান। বেলারুশের কূটনীতিক ও জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি আরো বলেন, আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ইরানের ১০০ বিলিয়েনেরও বেশি বৈদেশিক মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশে আটকা পড়েছে। তিনি এসব অর্থ ছেড়ে দেয়ার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা বাস্তবায়ন না করার জন্য সারাবিশ্বের ব্যাংকসমূহ, আর্থিক প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ