জুন ০৯, ২০২২ ০৫:২৮ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, শত্রুদের ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও তার দেশ ইসলামের মৌলিক শিক্ষা থেকে দূরে সরে যায়নি। ফলে পরমাণু অস্ত্র তৈরি করার কোনো পরিকল্পনা ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেই। তিনি বলেন, ইসলাম কখনও গণবিধ্বংসী অস্ত্র তৈরি, সংরক্ষণ ও ব্যবহারের অনুমতি দেয় না।

ভারত সফররত আব্দুল্লাহিয়ান গতকাল (বুধবার) নয়াদিল্লিতে ভারতের একদল আলেমের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো পরমাণু আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তাদের সৃষ্ট সমস্যাগুলো উপেক্ষা করতে নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছিল।

তারা বলেছিল, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তাদের আর কোনো আপত্তি থাকবে না যদি তেহরান একটি শর্ত মেনে চলে। শর্তটি হচ্ছে, ইরান যেন ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণকে সমর্থন দেয়া বন্ধ করে দেয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন জানানো ও মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদ পুনরুদ্ধার করা প্রতিটি মুসলমানের কর্তব্য। ঠিক এ কারণেই পাশ্চাত্যের দাবি তেহরান মেনে নেয়নি এবং ইসরাইলকে স্বীকৃতি দেয়া ইরানের পক্ষে কোনো অবস্থায় সম্ভব নয়।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ