জুন ১৭, ২০২২ ১৯:১৬ Asia/Dhaka
  • হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি
    হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, জাতীয় সম্মান বজায় রেখে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনায় অংশ নিচ্ছে ইরান। তেহরান চাপিয়ে দেওয়া কিছু মেনে নেয় না।

তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

আলী আকবারি আরও বলেন, বর্তমান সরকার আঞ্চলিক কূটনীতিতে ভালো করছে। তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সে অনুযায়ী কাজ করছে। সর্বোচ্চ নেতা যেভাবে চেয়েছিলেন সেভাবেই এগোচ্ছে।

নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনায় অপর পক্ষের অতিরিক্ত দাবি-দাওয়ার মোকাবেলায় সম্মানজনক ও বিজ্ঞচিত অবস্থানে অটল থাকতে হবে বলে মন্তব্য করেন এই আলেম।

এ সময় তিনি করোনা মহামারি নিয়ন্ত্রণে ইরানের সাফল্যের কথা তুলে ধরে বলেন, কোনো কোনো বৃহৎ শক্তি ইরানের এই সাফল্যকেও সহ্য করতে পারছে না।

ইরানের সরকার গ্রামবাসীদের জন্য উপযুক্ত চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করেছে বলে জানান তেহরানের জুমার নামাজের খতিব। #

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ