জুলাই ০১, ২০২২ ১৫:১৪ Asia/Dhaka
  • মানামায় মিশরের প্রেসিডেন্ট ও বাহরাইনের রাজার বৈঠক
    মানামায় মিশরের প্রেসিডেন্ট ও বাহরাইনের রাজার বৈঠক

ইরানের পরমাণু কর্মসূচি ও প্রতিরক্ষা নীতি সম্পর্কে বাহরাইন ও মিশরের বক্তব্য প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়া মুখপাত্র নাসের কেনানি বলেছেন, ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র শক্তি প্রতিবেশী দেশগুলোর জন্য কোনো হুমকি সৃষ্টি করছে না।

বাহরাইন ও মিশরের ইরানবিরোধী অভিযোগকে ‘ভিত্তিহীন, পক্ষপাতদুষ্ট ও অগঠনমূলক’ আখ্যায়িত করে কেনানি বলেন, সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের বক্তব্য উত্থাপন করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে সঠিক উপলব্ধিতে পৌঁছার জন্য মানামা ও কায়রোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গোটা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ইসলামি প্রজাতন্ত্র ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাসের কেনানি বলেন, বাহরাইন ও মিশর যেসব কথা বলেছে তাতে এ অঞ্চলে কেবল ইহুদিবাদী ইসরাইলেরই স্বার্থ রক্ষিত হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়া মুখপাত্র নাসে কেনানি

মানামা সফররত মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসি গত বুধবার বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে দুই নেতা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য ইরানকে অভিযুক্ত করেন। তারা দাবি করেন, ইরান আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সুপ্রতিবেশীসুলভ আচরণ করছে না বরং অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এছাড়া, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল-লতিফ বিন রশিদ তার মিশরীয় সমকক্ষ সামেহ শুকরির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানবিরোধী এসব বক্তব্যের পুনরাবৃত্তি করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার প্রতিক্রিয়ায় আরো বলেন, তার দেশ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সুপ্রতিবেশীসুলভ সম্পর্কে বিশ্বাসী এবং ইরানের প্রতিরক্ষা নীতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর আতঙ্কিত হওয়ার কিছু নেই। ইরানের পরমাণু কর্মসূচি যেমন বেসামরিক লক্ষ্যে পরিচালিত হচ্ছে তেমনি এদেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচিও শুধুমাত্র আত্মরক্ষার স্বার্থে পরিচালিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।#

 

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ