বিমান বিধ্বস্ত হওয়ার স্থানে ফুল ছিটিয়ে শ্রদ্ধা জানালেন ইরানিরা
(last modified Sun, 03 Jul 2022 09:49:24 GMT )
জুলাই ০৩, ২০২২ ১৫:৪৯ Asia/Dhaka
  • বিমান বিধ্বস্ত হওয়ার স্থানে ফুল ছিটিয়ে শ্রদ্ধা জানালেন ইরানিরা

মার্কিন হামলায় ইরানের যাত্রীবাহী বিমান ধ্বংস হওয়ার ৩৪তম বার্ষিকী আজ (রোববার) পালিত হচ্ছে। আমেরিকার ওই হামলায় বেসামরিক যাত্রীবাহী বিমানের ২৯০ জন আরোহীর সবাই শহীদ হন। এ উপলক্ষে আজ ইরানি কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থানে ফুল ছিটানো হয়েছে।

নৌযানের পাশাপাশি হেলিকপ্টার থেকেও ফুল ছিটানো হয়। এই অনুষ্ঠানে পুরুষদের পাশাপাশি নারী ও শিশুরাও অংশ নেয়।

 

পারস্য উপসাগরের হরমুজ প্রণালী ও হাঙ্গাম এলাকার অদূরে পানিতে বিমানটি বিধ্বস্ত হয়েছিল। ফুল ছিটানোর সময় জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং উপস্থিত সবাই ‘আমেরিকা ও ইসরাইল ধ্বংস হোক’ বলে শ্লোগান দেন। তারা বলেন, আমেরিকা যে মানবতাবিরোধী এবং যুদ্ধাপরাধী তার প্রমাণ হলো এই গণহত্যা। এর চেয়ে বড় প্রমাণ আর হতে পারে না।

১৯৮৮ সালের ৩ জুলাই পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর ইউএসএস ভিনসেন্স থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইরানের যাত্রীবাহী বিমানটি ধ্বংস করা হয়। বিমানটিতে ২৭৪ জন যাত্রী ও ১৬ ক্রু ছিলেন।

বন্দর আব্বাস থেকে দুবাইয়ে যাওয়ার সময় হরমুজ প্রণালীর আকাশে বিমানটিকে ধ্বংস করা হয়। বিমানের ২৯০ আরোহীর মধ্যে ৬৬টি শিশু ও ৫৩ জন নারী ছিলেন।

মার্কিন কর্মকর্তারা সেসময় মিথ্যা দাবি করেছিলেন যে, তাদের যুদ্ধজাহাজ ভুল করে ইরানের যাত্রীবাহী বিমান ভূপাতিত করেছে। কিন্তু পরবর্তীতে সমস্ত লাজ-লজ্জার মাথা খেয়ে যুদ্ধাজাহাজের ক্যাপ্টেনকে পুরস্কৃত করে আমেরিকা।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।