কাস্পিয়ান সাগরে মহড়া চালাচ্ছে ইরানের নৌবাহিনী
(last modified Fri, 08 Jul 2022 12:10:34 GMT )
জুলাই ০৮, ২০২২ ১৮:১০ Asia/Dhaka
  • কাস্পিয়ান সাগরে মহড়া চালাচ্ছে ইরানের নৌবাহিনী

কাস্পিয়ান সাগরে মহড়া চালাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী। এই মহড়ার নাম দেওয়া হয়েছে 'টেকসই নিরাপত্তা-১৪০১'। ইরানে এখন ফার্সি ১৪০১ সাল চলছে। আজ থেকেই এ মহড়া শুরু হয়েছে।

ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের উপ-প্রধান অ্যাডমিরাল হামজা আলী কাভিয়ানি বলেছেন- নৌ বাহিনীর এই মহড়া জল, স্থল ও আকাশ এই তিন পর্যায়েই অনুষ্ঠিত হচ্ছে।

নৌ বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর কার্যকারিতা যাচাই, নৌ সেনাদের দক্ষতা পর্যালোচনা এবং নতুন প্রজন্মকে অভিজ্ঞ করতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে।

 

তিনি কাস্পিয়ান সাগরকে শান্তি ও বন্ধুত্বের সাগর হিসেবে উল্লেখ করে বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে শান্তির ক্ষেত্রে পরিণত হয়েছে কাস্পিয়ান সাগর। এখানে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না বলে তিনি ঘোষণা করেন।

এই কমান্ডার বলেন, প্রতি বছরই কাস্পিয়ান সাগরে এ ধরণের মহড়ার আয়োজন করা হয়। #  

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ